বরিশালের বিভিন্ন নদীতে অভিযান ২২ জন জেলেকে আটক করেছে পুলিশ

অক্টোবর ২৫ ২০১৮, ২১:৫২

Spread the love

বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় ২২ জন জেলেকে ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২০ কেজি ইলিশসহ ২২ জন জেলেকে আটক করেছে পুলিশ । ডিমওয়াল মা ইলিশ রক্ষায় সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের অভিযোগে গত বুধবার রাত ১২টা থেকে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কীর্তনখোলা, কালাবদর এবং মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করে। নৌ পুলিশ এবং মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

জেলা মৎস্য বিভাগের ইলিশ কর্মকর্তা বিমল চন্দ্র দাস বলেন, সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকারের অভিযোগে আটক ২২ জেলেকে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে সোপার্দ করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী ২২ জেলের মধ্যে ৪জনকে বেকসুর খালাশ দেন এবং অপর ১৮ জেলেকে ৫ হাজার করে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা দিয়ে জেলেরা মুক্ত হয়ে গেছে বলে জানান ইলিশ কর্মকর্তা বিমল।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও