রূপগঞ্জে দক্ষিন নবগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি
রূপগঞ্জ প্রতিনিধঃ নারায়ণগঞ্জের জেলারূপগঞ্জ উপজেলার দক্ষিণনবগ্রাম গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বসতঘর পুড়ে অন্তত ৯ থেকে ১০লাখ টাকার ক্ষয়ক্ষতি ও অনেক দলিলাদি পুড়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে রূপগঞ্জ উপজেলার দক্ষিননবগ্রাম গ্রামে সোবাহান এর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে ওই বাড়ির রান্না ঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান ও বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে ঘরে আগুন ছড়িয়ে পড়ে।
এসময় ঘরগুলোতে থাকা লোকজন দ্রুত বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্না ঘর থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।
তবে আগুনে ক্ষতিগ্রস্তরা ৯-১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করলেও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।