জুলাই ২৩ ২০২০, ০৮:৫৮

Spread the love

অবশেষে মারা গেল শাহিন, মৃত্যুর আগে স্পষ্ট চিৎকার দিয়ে কিছু বলতে চেয়েছিলো ছেলেটি।

কিন্তুু ভেতরে ধীরে ধীরে নিথর হয়ে যাওয়া শরীরের সমস্ত শক্তি দিয়েও সে বলতে পারেনি।সে হয়তো বলতে চেয়েছিলো এই সমাজকে,আমি অভিশাপ দিচ্ছি।সে হয়তো স্রষ্টাকে জিজ্ঞেস করতে চেয়েছিলো, পৃথিবীতে পাঠাবে যখন এই রকম বিচার না পাওয়া সমাজে কেন পাঠিয়েছো ???

* যে সমাজে ভিক্ষুকের টাকা ছিনতাই হয়।
* প্রকাশ্যে রাস্তায় ফিল্মি স্টাইলে মানুষকে কুপিয়ে মারা হয়।
* প্রতিদিন দেশের কোথাও না কোথাও ধর্ষণ হচ্ছে শিশু থেকে বৃদ্ধা।
* প্রতিটি খাবার ভেজাল মিশ্রিত।
* শিক্ষকের কাছে ছাত্রী নিরাপদ নয়।

তাহলে এ কেমন সমাজ আমাদের ?

নিজেকে মানুষ বলে পরিচয় দিতে ঘৃণা হচ্ছে। এই সমাজ আর মানুষ হয়ে উঠলোনা।মানুষগুলো আর মানুষ হলোনা। আমি আপনি অমানুষই থেকে গেলাম।

যশোরের কেশবপুরের অত্যন্ত দরিদ্র পরিবারে মা, ছোট ভাই, বোনকে নিয়ে বসবাস করতো ছেলেটি। বয়স ১২ কি ১৩ এমন হবে, একটি ব্যাটারি চালিত অটোরিকশা চালিয়ে মা আর ছোট দুটো ভাই বোন নিয়ে কোন রকম চলে যেতো। মাদকসেবি কিছু বখাটে তার রিকশাটিকে ছিনতাই করে নিয়ে যেতে চাইলে ছেলেটি বাঁধা দিলে তাকে কুপিয়ে জখম করে। পৃথিবী সমান কষ্ট পেয়ে পেয়ে ছেলেটি মারা যায়।,, ছি, ছি, জাতি আজ কলঙ্কিত এবংলজ্জিত!

আরও খবর পেতে আমাদের পেইজটিতে একটি লাইক করতে পারেন।

আশা করি সবাই পোস্ট টা শেয়ার করবেন।
কুষ্টিয়া আলোচিত সংবাদ, ২১ জুলাই ২০২০।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও