আমি ভালো আছি, আইসিইউতে কেন?

মার্চ ১৫ ২০১৮, ২২:০৫

Spread the love

ঢাকা: আমি ভালো আছি, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। আমি আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) কেন? এভাবেই কথাগুলো বলছিলেন শরীরে ৫ শতাংশ বার্ন নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন নেপালের কাঠমান্ডুতে প্লেন দুর্ঘটনায় আহত শাহরিন আহমেদ।

বৃহস্পতিবার (১৫ মার্চ) রাতে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের একটি সূত্র বাংলানিউজকে এমনটাই জানিয়েছেন।

ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন  জানান, আইসিইউতে নেওয়ার কিছুক্ষণ পরে তাকে অপারেশন থিয়েটারে (ওটি) নেওয়া হয়েছে। সেখানে ড্রেসিং শেষ করে রাত ৮টার দিকে তাকে হাসপাতালের পঞ্চমতলায় ভিআইপি কেভিনে রাখা হয়েছে।

ডা. সামন্ত লাল সেন আরো জানান, প্রাথমিক আলাপে আহত শাহরিন আহমেদ ভালো আছেন বলে জানিয়েছেন।

এর আগে বিকেল ৩টা ৪৮ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি০০৭২ ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে, এ ফ্লাইটেই শাহরিনকে ঢাকায় আনা হয়েছে।

পরে বিমানবন্দর আগে থেকে  অপেক্ষমান অ্যাম্বুলেন্সটি বিকেল ৫টার দিকে তাকে নিয়ে ঢামেকে পৌঁছায়। তাকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

গত ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়ে যায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস২১১ ফ্লাইট। প্লেনের ৭১ আরোহীর মধ্যে ৫১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বাংলাদেশি রয়েছেন ২৬ জন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও