শিকলবাহা চট্রগ্রাম জেলার কর্নফুলী উপজেলার অন্তগর্ত একটি ইউনিয়ন

জানুয়ারি ১৩ ২০২১, ১৫:৫১

Spread the love

আনোয়ার হোসেন রনি,চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ঃশিকলবাহা বাংলাদেশের চট্রগ্রাম জেলার কর্নফুলী উপজেলার অন্তগর্ত একটি ইউনিয়ন।আয়তন : ২২৯৪ একর ( ৯.২৮ বর্গ কিলেমিটার ।

জনসংখ্যা উপাত্ত : ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী শিকলবাহা ইউনিয়নের মোট জনসংখ্যা ৪২,৪৭৪ জন । এর মধ্যে পুরুষ ২১,৬৩৩ জন এবং মহিলা ২০,৮৬১ জন । মোট পরিবার ৭,৭৯২ জন ।

অবস্হান ও ঠিকানা : কর্ণফুলী উপজেলার পূর্বাংশে শিকলবাহা ইউনিয়নের
অবস্হান।। এ ইউনিয়নে পশ্চিমে চর পাথরঘাট ইউনিয়ন, দক্ষিন জুলধা ইউনিয়ন ও বড় উঠান ইউনিয়ন , পূর্বে পটিয়া উপজেলার জিরি ইউনিয়ন ও কোলগাঁ ইউনিয়ন এবং উত্তরে কর্ণফুলী নদী ও চট্রগ্রাম সিটি কর্পোরেশন ৩৫ নং বকশীর হাট ওয়ার্ড অবস্হিত ।

ইতিহাস : বোয়ালখালী উপজেলা ১ টি ইউনিয়ন , পটিয়া উপজেলা ৬টি ইউনিয়ন, ও আনোয়ারা উপজেলা ১ টি ইউনিয়নের আংশিক চট্রগ্রাম ‍সিটি কর্পোরেশন আ্রতাং এনে ২০০০ সালে ২৭ মে কর্নফুলী থাণা গঠন হয় । পরবর্তী পটিয়া উপজেলা চরলক্ষা
জুলধা ,পাথরঘাট, বড়উঠান ও ৫ টি ইউনিয়ন নিয়ে ২০১৬ সালে কর্নফুলী উপজেলা নামে আলাদা স্বীকৃতি দেয় বাংলাদেশ ।

শিক্ষা ব্যবস্হা : ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী শিকলবাহা ইউনিয়নের সাক্ষরতার হার ৫৪.৩% । এ ইউনিয়নে ১ টি ডিগ্রি কলেজ , ১ টি ফাজিল মাদ্রাসা , ৩ টি মাধ্যমিক বিদ্যালয় , ও ৯ টি প্রাথমিক ‍বিদ্যালয় ।

দর্শণীয় স্হান : শিকলবাহা ইউনিয়নে দর্শণীয় স্হানগুলো মধ্যে রয়েছে ।
( ১) শাহ আমানত সেতু ।
(২) ‍শিকলবাহা বিদুৎ কেন্দ্র ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও