বাংলাদেশের উন্নয়নে সাংবাদিকরা অগ্রনী ভুমিকা রেখেছে- হুইপ ইকবালুর রহিম

মে ০৩ ২০২১, ১১:২৫

Spread the love

এনামুল মবিন(সবুজ,জেলা প্রতিনিধি দিনাজপুরঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে সাংবাদিক সমাজ অগ্রনি ভূমিকা পালন করেছে। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা হচ্ছেন জাতির জাগ্রত বিবেক। তাদের লেখার মাধ্যমে দেশ ও জাতির কল্যান বয়ে আনে। সাংবাদিকরা আজ জাতিকে স্বপ্ন দেখতে শেখায়। মহামারি এই করোনাতেও সাংবাদিকরা নিজের জীবন বাজি রেখে করোনার খবরাখবর কাভারেজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কল্যাণে প্রণোদনাসহ সব ধরনের সহায়তা করে আসছেন।

গতকাল শনিবার(১মে) বিকেলে দিনাজপুর প্রেসক্লাবের এম আব্দুর রহিম মিলনায়তনে প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যকরী পরিষদ ও সাধারণ পরিষদের সদস্যবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।

হুইপ ইকবালুর রহিম এমপি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আমরা চাই দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন ছিলো ক্ষুধা-দারিদ্র্য মুক্ত সোনার বাংলাদেশ গড়ে তোলা। আমাদের প্রচেষ্টা হচ্ছে মানুষের জীবনকে উন্নত করা। প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের লেখার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দিনাজপুরসহ দেশের সকল উন্নয়ন মূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরার আহবান জানান। দেশসহ সারাদেশে কোভিড-১৯ এর মহামারি চলছে। স্বাস্থ্য বিধি মেনে আমাদের চলতে হবে। কোভিড-১৯ এর অন্যতম চিকিৎসা হচ্ছে সচেতনতা।

দিনাজপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি স্বরুপ বকসী বাচ্চুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলারের সঞ্চালনায় বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ, সাবেক সাধারন সম্পাদক কামরুল হুদা হেলাল, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সদস্য এস এম খালেকুজ্জামান রাজু, প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ আলম শাহী, সদস্য আজহারুল আজাদ জুয়েল প্রমুখ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও