শিমুলিয়া নৌরুটে স্পিডবোট দূর্ঘটনায় ২৬ জনের মরদেহ ও ৪ জন জীবিত উদ্ধার

মে ০৩ ২০২১, ১২:১৪

Spread the love

আগমনী ডেস্কঃ মাদারীপুর শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের কাঁঠালবাড়ি ঘাট সংলগ্ন এলাকায় স্পিডবোট ও বালুবোঝাই বাল্কহেডের সংঘর্ষের  ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় ৪ জনকে জীবিত উদ্ধার করা হলেেও ধারনা করা হচ্ছছে নিখোঁজ আছেন কয়েকজন।

সোমবার (০৩ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে শিবচর ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে।

বাংলাবাজার ফেরিঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক আশিকুর রহমান বলেন, মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে যাত্রী নিয়ে একটি স্পিডবোট বাংলাবাজার ফেরিঘাটের দিকে যাচ্ছিল।

কাঁঠালবাড়ী নৌপুলিশের ওসি আব্দুর রাজ্জাক জানান, এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তিন শিশু ও এক নারীকে আহতাবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে নৌ পুলিশ ও কোস্টগার্ড।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও