দিনাজপুর জেলায় ৪১ হাজার জনের টিকার দ্বিতীয় ডোজ নিয়ে অনিশ্চয়তা

মে ০৬ ২০২১, ২০:১৬

Spread the love

এনামুল মবিন সবুজ,জেলা প্রতিনিধি দিনাজপুরঃ দিনাজপুর জেলায় মহামারী করোনা ভাইরাস টিকার ১ম ডোজ গ্রহণকারী ১ লাখ ১১ হাজার ৬৯৭ জনের মধ্যে প্রায় ৪১ হাজার জনের দ্বিতীয় ডোজ পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

আমাদের পার্শবর্তী দেশ ভারতের অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন যদি না পাওয়া যায় তাহলে প্রায় ৪১ হাজার মানুষকে করোনা ভাইরাস টিকার দ্বিতীয় ডোজ দেয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। দিনাজপুর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ৭তে ফেব্রুয়ারি থেকে দিনাজপুর জেলায় করোনা ভাইরাসের ভ্যাকসিন দেয়া শুরু হয়। দিনাজপুর জেলার ১৪টি কেন্দ্রে ২৫ এপ্রিল পর্যন্ত প্রথম ডোজ ভ্যাকসিন গ্রহণ করেন ১ লাখ ১১ হাজার ৬৯৭ জন মানুষ। ২৬ এপ্রিল থেকে ১ম ডোজ টিক বন্ধ করে দেয়া হয়। বর্তমানে ২য় ডোজ করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলছে।

দিনাজপুর জেলায় ১ম পর্যায়ে ১ লাখ ৭৫ হাজার এবং ২য় পর্যায়ে আরও ৭ হাজারসহ মোট ১ লাখ ৮২ হাজার করোনা ভাইরাসের ভ্যাকসিন পাওয়া যায়। ২৫ এপ্রিল পর্যন্ত ১ম ডোজ গ্রহণকারী ১ লাখ ১১ হাজার ৬৯৭ জন মানুষ। হিসেব অনুযায়ী ২য় ডোজ টিকা ঘাটতি রয়েছে প্রায় ৪১ হাজারেরও বেশি।দিনাজপুর জেলার সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ দৈনিক আগমনী কে বলেন, ১ম ডোজ অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদেরকে ২য় ডোজও অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার গ্রহণ করতে হবে নিয়ম অনুযায়ী। ৪ মে পর্যন্ত ৬০ হাজার ২২২ জন ২য় ডোজের টিকা গ্রহণ করেছে। ঢাকায় যোগাযোগ করা হচ্ছে ভ্যাকসিনের জন্য । বর্তমান অবস্থায় যে পরিমাণ ভ্যাকসিন মজুত রয়েছে তা দিয়ে ঈদের আগ পর্যন্ত দ্বিতীয় ডোজ কার্যক্রম চালানো সম্ভব।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও