দিনাজপুর পার্বতীপুরে ৩২ গ্রাম হিরোইন, ২পিস ইয়াবা সহ গ্রেপ্তার ১

জুন ১৩ ২০২১, ২০:৩৩

Spread the love

এনামুল মবিন (সবুজ, জেলা প্রতিনিধি দিনাজপুরঃ দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় হিরোইন বিক্রির অভিযোগে শাহানাজ পারভীন(২৫) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ।

গতকাল শনিবার(১২জুন) রাত ৯টার দিকে উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের কুটিপাড়া গুরাতিপাড়া গ্রামের বাড়ীতে পার্বতীপুর মডেল থানা পুলিশের অভিযানের সময় স্বামী আরমান বাবু পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ী প্রাচীর টপকিয়ে পালিয়ে যায়। এ সময় শাহনাজ পারভীনের কাছ থেকে ৩ লাখ ২০ হাজার টাকা মুল্যের ৩২ গ্রাম হিরোইন, ২পিস ইয়াবা, মাদক বিক্রির ২ বান্ডিল সরঞ্জাম, ৪টি মোবাইল সেটসহ মাদক বিক্রির নগদ ৯৫ হাজার ৪৫৫ টাকা উদ্ধার ও তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক এস,আই আব্দুল মজিদ শনিবার রাতেই বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

আজ রবিবার(১৩জুন) বেলা ১১টায় আদালতের মাধ্যমে দিনাজপুর জেলহাজতে পাঠিয়েছে।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইমাম জাফর জানান, এলাকার কুখ্যাত হিরোইন ব্যবসায়ী শাহনাজ পারভীনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদের নামে থানায় ৫ থেকে ৬ টি মাদক মামলা রয়েছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও