পতেঙ্গা স্টিল মিল ও কাঠগড় এলাকায় অবৈধভাবে গরু বিক্রিতে জরিমানা করে চসিক

জুলাই ১৮ ২০২১, ১৯:২২

Spread the love

মো: রনি আনোয়ার, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ নগরের পতেঙ্গা থানাধীন স্টিল মিল বাজার ও কাঠগড় এলাকায় অবৈধভাবে কোরবানির পশু বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ সময় অবৈধ খাইন বানিয়ে পশু বিক্রির দায়ে তিনটি খাইন মালিককে ২৫ হাজার টাকা জরিমানা এবং দ্রুত সময়ের মধ্যে চসিক নির্ধারিত হাটে পশুগুলো নিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়।

বুধবার (১৪ জুলাই) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস এ অভিযানে নেতৃত্ব দেন।

এর আগের দিন মঙ্গলবার (১৩ জুলাই) বহদ্দারহাট সংলগ্ন এশিয়ান হাইওয়ের পাশে দু্ইটি খাইনে অবৈধভাবে কোরবানির পশু বিক্রির দায়ে খাইন মালিকদের ৪১ হাজার টাকা জরিমানা করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহযোগিতায় পরিচালিত অভিযানে ম্যাজিস্ট্রেটরা পথচারীদের মাস্ক বিতরণ করেন এবং নগরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও