সনাতনী সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে ব্রক্ষচারী সেবক সংঘের চট্টগ্রাম প্রেসক্লাবে সমাবেশ

অক্টোবর ২৩ ২০২১, ১৪:৩০

Spread the love

রনি আনোয়ার, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম প্রেসক্লাবে বাংলাদেশ লোকনাথ ব্রক্ষচারী সেবক সংঘ চট্টগ্রাম জেলার উদ্যোগে সারাদেশে মন্ডপ ভাংচুর, প্রতিমা ভাংচুর, সনাতনী সম্প্রদায়ের উপর হামলা, বাড়ি ঘরে হামলা,দোকান ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট, অগ্নি সংযোগ,খুন, নারী ও শিশু ধর্ষনের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেলে বাংলাদেশ লোকনাথ ব্রক্ষচারী সেবক সংঘ চট্টগ্রাম জেলার সভাপতি উৎপল রক্ষিত এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ লোকনাথ ব্রক্ষচারী সেবক সংঘ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি লায়ন তপন দত্ত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি শ্যামল পালিত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য্য, বাংলাদেশ লোকনাথ ব্রক্ষচারী সেবক সংঘ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অশোক পুরোহিত, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডাঃ বিজন নাথ, চট্টগ্রাম জেলার সহ সভাপতি অধ্যাপক বন গোপাল চৌধুরী, অশোক গুপ্ত, সুনিল দত্ত, প্রবীর চক্রবর্ত্তী, সুবল দাশ, সাধারণ সম্পাদক বাবুল দেব রায়, হিন্দু মহাজোট বিভাগীয় আহবায়ক সুজিত সরকার, চট্টগ্রাম জেলার আহবায়ক অধ্যক্ষ সুজিত ঘোষ, দক্ষিণ জেলা পূজা কমিটির সাধারণ সম্পাদক সনজয় সরকার।

বাংলাদেশ লোকনাথ ব্রক্ষচারী সেবক সংঘ চট্টগ্রাম জেলার যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল দাশ রানার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক উৎপল দত্ত, কমল চক্রবর্ত্তী অলক, সহ অর্থ সম্পাদক খোকন চক্রবর্ত্তী, সাংস্কৃতিক সম্পাদক সুজন দেব নাথ, প্রকাশনা সম্পাদক সৈকত দাশ ইমন, সহ দপ্তর সম্পাদক সুভাষ দেব, প্রচার সম্পাদক ডাঃ মৃনাল কান্তি শীল, গ্রহন্তনা সম্পাদক রতন কুমার বিশ্বাস, আশীষ চৌধুরী অপু, সুজিত দত্ত, রাজেন্দ্র প্রসাদ,অপু কুমার বৈদ্য, বোয়াখালী উপজেলার সভাপতি বাবলু ঘোষ, ফটিকছড়ি উপজেলার আহবায়ক শ্রীমদ বাসু দেব ব্রক্ষচারী, সীতাকুণ্ড উপজেলার সাধারণ সম্পাদক মানিক দাশ, আনোয়ারা উপজেলার সাধারণ সম্পাদক সদীপ দেব নাথ সজীব, চন্দনাইশ উপজেলার সমন্বয়ক সুবল দাশ,শিমুল পাল।

উল্লেখ্য, গত ১৪ অক্টেবর রাতে কুমিল্লার দূর্গা মন্দিরসহ দেশের বিভিন্ন মন্দিরে দূর্বৃত্তরা হামলা চালিয়ে মন্দিরসহ প্রতিমা ভাংচুর, মন্দিরে অগ্নিসংযোগ ও মন্দির সংলগ্ন বাড়ি ঘর ভাংচুর, খুন, ধর্ষন এবং লুটপাট এর সঠিক তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও