দিনাজপুর পার্বতীপুরের যশাই রেল ক্রসিংয়ে ট্রেন ও ডাম্প ট্রাক সংঘর্ষ

জানুয়ারি ০৫ ২০২২, ১৭:৫৫

Spread the love

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুরঃ দিনাজপুর পার্বতীপুরের যশাই রেল ক্রসিংয়ে দোলনচাঁপা এক্সপ্রেস নামক এমটি (খালি বা ফাঁকা) ট্রেনটি রেললাইনের উপর দাঁড়িয়ে থাকা একটি বালু বোঝাই ডাম্প ট্রাককে ধাক্কা দিলে ভয়াবহ দূর্ঘটনা সংঘটিত হয়। এতে ট্রেনের বগি ছিটকে গিয়ে পাশের জমিতে পড়ে যায় ও ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। যার আনুমানিক ক্ষতির পরিমান ৫ কোটি টাকারও বেশি। এ দুর্ঘটনাটি উপজেলার মন্মথপুর ইউনিয়নের যশাই রেল ক্রসিংয়ে গত ৫ জানুয়ারী ভোর আনুমানিক ৪ টায় ঘটেছে।

রেলওয়ের নিরাপত্তা বাহিনীর অফিসার ইনচার্জ সরদার রফিকুল ইসলাম জানান, ট্রেনটি পার্বতীপুরে ওয়াস হয়ে দিনাজপুর যাওয়ার সময় ভোর ৪ টায় রেলক্রসিংয়ে দাড়িয়ে থাকা বালুভর্তি ড্রাম্প ট্রাকের (যার নম্বর ঢাকা মেট্রো-ট-২০-৪১৩৭) সাথে সংঘর্ষ হয়। এতে লোকো ও রেক খুবই খারাপ ভাবে বিধ্বস হয়েছে, ট্রেনটি এমটি থাকার কারণে কেউ নিহত হননি, তবে গার্ড সাইফুল ইসলাম, ড্রাইভার আব্দুর রশিদ, সহকারি ড্রাইভার ইউনুস আলী, নিরাপত্তা বাহিনীর নায়েক আব্রাউল হক, সিপাই আসাদুজ্জামান আসাদ মানিক, আব্দুল্লাহ আল মোকারম বকুল আহত হয়েছে। গুরুতর আহত ট্রেন চালক আব্দুর রশিদ ও সহকারি চালক ইউনুস আলীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দুর্ঘটনার পর লোকো রিলিফ ট্রেন এসে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। এতে করে পার্বতীপুর-পঞ্চগড় মেইন লাইন ট্রেন চলাচল বন্ধ হওয়ায় উভয়পার্শ্বে ঢাকা-দিনাজপুর দ্রুতযান ট্রেন, কাঞ্চন এক্সপ্রেস, কমিউটার ট্রেনসহ ৬ টি ট্রেন আটকা পড়েছে। এতে করে যাত্রীগণ ভয়াবহ বিড়ম্বনার শিকার হয়েছেন।

রিলিফ ট্রেনের লোকো ফোরম্যান ইনচার্জ হাসানুর রহমান ও লোকো ফোরম্যান কাফিউল জানান, রিলিফ ট্রেন উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। আনুমানিক ৪/৫ ঘন্টা সময় লাগতে পারে ট্রেন লাইন চালু করতে।

প্রত্যক্ষদর্শি মোঃ আনোয়ার হোসেন জানান, ভোর ৪ টায় ট্রেনটি খুবই হর্ণ দিচ্ছিল। বিকট শব্দে ঘুম ভাঙ্গলে এসে দেখি ভয়াবহ দুর্ঘটনা। ছিটকে যাওয়া বগি থেকে দিনাজপুরের পুলহাটের দুজন ট্রাক ড্রাইভারকে টেনে বের করি। তারা কোন আহত হননি। তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।রেলওয়ে পুলিশের পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তোবারক আলী সরকারসহ রেলওয়ের উর্দ্ধতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও