তেরখাদা উপজেলায় বঙ্গবন্ধু “স্টেটস ম্যান অব দ্য সেন্ঞ্চুরী” এর শুভ উদ্বোধন

জানুয়ারি ১১ ২০২২, ২৩:৫৫

Spread the love

সাগর কুমার বাড়ই , তেরখাদা , খুলনা : ১১ ই জানুয়ারী ~ ২০২২ মঙ্গলবার খুলনা জেলার আওতাধীন তেরখাদা উপজেলার অদুরে বি আর বি আজগড়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ চত্বরে বেলা ১২ ঘটিকার সময় সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ বাঙালী বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক
বঙ্গবন্ধু স্টেট ম্যান অব দ্য সেন্ঞ্চুরী এর শুভ উদ্বোধন ও মুজিব শত বর্ষ ও আজাদিকা অমৃত মহোৎসব উপলক্ষ্যে আলোচনা সভা , বঙ্গবন্ধুর ম্যুরাল এর শুভ উদ্বোধন বৃক্ষ রোপণ বি আর বি আজগড়া গন হত্যা স্মৃতি ফলক উন্মচোন ও লাইব্রেরীর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু স্টেট ম্যান অব দ্য সেন্ঞ্চুরী এর শুভ উদ্বোধন অনুষ্ঠান ও মুজিব শত বর্ষ ও আজাদিকা অমৃত মহোৎসব উপলক্ষ্যে আলোচনা সভা ও বৃক্ষ রোপণ অনুষ্ঠানে বি আর বি আজগড়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক মল্লিক সুধাংশু শেখর এর সভপতিত্বে এ টি এন বাংলা টিভির সাংবাদিক খুলনা প্রেস ক্লাবের সদস্য সবুজ পাতার দেশে আবৃত্তি সংগঠনের প্রেসিডেন্ট ইফাত সানিয়া ন্যান্সির সঞ্চালনায় প্রধান হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ ।

বঙ্গবন্ধু স্টেট ম্যান অব দ্য সেন্ঞ্চুরী এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলেওয়াত করেন খায়রুল আলম ও বি আর বি আজগড়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী সমাপ্তি মন্ডলের পবিত্র গীতা পাঠ অতিথি বৃন্দদের ফুলেল শুভেচ্ছার মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা হয় ।

সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ বাঙালী বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক
বঙ্গবন্ধু স্টেট ম্যান অব দ্য সেন্ঞ্চুরী এর শুভ উদ্বোধন ও মুজিবশত বর্ষ ও আজাদিকা অমৃত মহোৎসব উপলক্ষ্যে আলোচনা সভা বৃক্ষ রোপণ অনুষ্ঠানে মান্য বর অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী ভারতীয় হাইকমিশনার( খুলনা ) শ্রী রাজেশ কুমার রাইনা ,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার , খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান , বীর মুক্তিযোদ্ধার সন্তান সি ই ও এম ডি আসাদুজ্জামান , খুলনা জেলার উপ-পরিচালক স্থানীয় সরকারের কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন , সচিব বিষ্ণু পদ পাল ।

আলোচনা সভা ও বৃক্ষ রোপণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বি আর বি আজগড়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক মল্লিক সুধাংশু শেখর , বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্র নাথ মল্লিক , আজগড়া গ্রামের পক্ষে বক্তব্য রাখেন সুনীল কুমার বালা ।

বঙ্গবন্ধু স্টেট ম্যান অব দ্য সেন্ঞ্চুরী এর শুভ উদ্বোধন ও মুজিব শত বর্ষ ও আজাদিকা অমৃত মহোৎসব উপলক্ষ্যে আলোচনা সভা ও বৃক্ষ রোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলার ১নং আজগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ১নং আজগড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায় , উপজেলার ২নং বারাসাত ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম আলমীর হোসেন , ৫নং তেরখাদা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি এফ এম অহিদুজ্জামান অহিদ , তেরখাদা পূজা উদযাপন কমিটির সভাপতি অরবিন্দ প্রসাদ সাহা , তেরখাদা থানা ইনচার্জ মোঃ জহিরুল আলম , বিপুল মল্লিক , শংকর কুমার বালা ,উৎপলেন্দু গাইন ,নিহার রন্জ্ঞন বাইন , গুরুদাস মল্লিক ,অপূর্ব মল্লিক , আজগড়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জশমন্ত্র ধর ,বলরাম কুন্ডু , রনজিত মন্ডল , সমরেশ বিশ্বাস , রিনা মল্লিক , তেরখাদা বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ শামীম আহমেদ ,তেরখাদা ছাত্র লীগের সভাপতি মোঃ হুসাইন আহমেদ সহ তেরখাদা উপজেলার আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ , তেরখাদা উপজেলার প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ , তেরখাদা প্রেস ক্লাবের সাংবাদিক ইউনিট সহ স্থানীয় জনসাধারণ ।

অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ ও মান্য বর অতিথি সহকারী ভারতীয় হাইকমিশনার শ্রী রাজেশ কুমার রাইনা বঙ্গবন্ধু স্টেট ম্যান অব দ্য সেন্ঞ্চুরী এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনী আলোকপাত করে বক্তব্য রাখেন ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বঙ্গবন্ধু স্টেট ম্যান অব দ্য সেন্ঞ্চুরী এর উপর বিস্তারিত আলোচনা করেন ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও