কবিতাঃ ভাত দিয়ে যা খোকা / কবি-মোসা: ইসমেতারা ইতি

জানুয়ারি ১৩ ২০২২, ১৮:৫৩

Spread the love

কবিতাঃ ভাত দিয়ে যা খোকা  কবি-মোসা: ইসমেতারা ইতি
খোকন সোনা ভাত খেতি না
দুষ্টু ছিলি বেশ।
এ ঘর ও ঘর উঠান ঘুরিয়ে
ভাত খাওয়াতাম রোজ।
ছুটে বেড়াতি, দৌড়ে পালাতি

দুষ্টু ছিলি ভারি।

খেলতি শুধু লুকোচুরি

ধরতে গেলে খিলখিলিয়ে
হাসতি তখন খুব।
একটু খানি খেয়ে আবার
বায়না কতো শতো,
ও মা-মাগো, গল্প বলো নাতো।
আজ তুই বড় হয়েছিস,
অনেক বড় চাকরি করিস,
খেয়ে পরে ভালো আছিস,
নিলিনা মায়ের খোঁজ।
তোকে এখন ভেবে ভেবে,
পথের পানে চেয়ে চেয়ে,
কাঁদি আমি রোজ।
মায়ের নিলিনা একটু খানি খোঁজ।
অনাহারে অনাদরে কেঁটে যায় রোজ।
তাই তো খোকা বলছি তোকে,
পারছিনা আর না খেয়ে

থাকতে আমি রোজ,
ভাত দিয়ে যা, ভাত দিয়ে যা খোকা।


আরো সংবাদ ... আরও