পৃথিবীতে একমাত্র বাঙালিরাই রক্তদিয়ে মাতৃভাষা প্রতিষ্ঠা করেছে-বস্ত্র ও পাট মন্ত্রী

ফেব্রুয়ারি ২১ ২০২২, ১০:৩৮

Spread the love

রূপগঞ্জ প্রতিনিধিঃ অমর একুশের প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে রূপগঞ্জ উপজেলা পরিষদের সামনে অবস্থিত শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন স্থানীয় সংসদ সদস্য ,বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।এসময় তিনি কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় মন্ত্রী বলেন, পৃথিবীতে বাঙালিরাই একমাত্র রক্তদিয়ে মাতৃভাষা প্রতিষ্ঠা করেছে। ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর বিরাট অবদান রয়েছে। সেটা তরুণ প্রজন্মকে জানাতে হবে। বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ করতে হবে। তবেই বাংলা ভাষার মর্যাদা রক্ষা পাবে।

বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলা ভাষার মর্যাদা রক্ষা করেছেন। তার নেতৃত্বে মাতৃভাষা দিবস ইউনেস্কোর স্বীকৃতি অর্জন করেছে। সারা বিশ্বে এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। এসময় রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান ভুঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ থানার ওসি সায়েদ, সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া চাষাড়ায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, জেলা পুলিশ , র‌্যাব-১১, পিবিআই পুলিশ, আওয়ামী লীগ ,বিএনপিসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ।###

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও