দিনাজপুর জেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে জাতীয় ভোটার দিবস-২২ উদযাপন

মার্চ ০২ ২০২২, ১৯:৩৮

Spread the love

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুরঃ ৪র্থ জাতীয় ভোটার দিবস-২০২২ উদযাপন উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন ও সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, স্মার্ট কার্ড বিতরণ ও ছবিযুক্ত নতুন ভোটার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

“মুজিববর্ষের অঙ্গীকার-রক্ষা করব ভোটাধিকার”- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। র‌্যালীটি জেলা প্রশাসক কার্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিন শেষে নির্বাচন অফিসে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ শাহিনুর ইসলাম প্রামাণিক এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী। সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ জায়েদ ইবনে আবুল ফজল এর সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার এমদাদুল হক শরিফ, সিনিয়র জেলা তথ্য অফিসার মোঃ সোহেল মিয়া, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন ও যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ রওনাকুল ইসলাম।

আলোচনা সভা শেষে ছবিযুক্ত নতুন ভোটার কার্যক্রমের উদ্বোধন ও ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও