কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তেরখাদায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ 

এপ্রিল ২০ ২০২২, ১৯:৩৫

Spread the love

সাগর কুমার বাড়ই ,তেরখাদা প্রতিনিধি :২০ শে এপ্রিল ~২০২২ বুধবার খুলনা জেলার তেরখাদা উপজেলায় দুপুর ১২ টার দিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২১-২২ অর্থ বছরে খরিপ-১/২০২২~২৩ মৌসুমে আউশ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে জুম কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ১০২ , খুলনা- ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট শিল্পপতি ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুস সালাম মূর্শেদী ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা ।অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তেরখাদা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য বিশিষ্ট সাংবাদিক মোঃ শারাফাত হোসেন মুক্তি ও মহিলা ভাইসচেয়ারম্যান নাজমা খান ।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার দিপংকর পাল , উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রফিকুল ইসলাম , উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সোহেল রানা , উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম বদিউজ্জামান , তেরখাদা প্রেসক্লাবের সভাপতি খুলনা জেলা জাতীয় সাংবাদিক সংস্থা ( জাসাস ) কমিটির সিনিয়র সহ – সভাপতি তেরখাদা দুর্নীতি দমন কমিশনের সাধারণ সম্পাদক দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান , উপ-সহকারী কৃষি অফিসার মামুন ও মোঃ কামাল হোসেন ।

পরে ৫৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয় ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও