নারায়ণগঞ্জের রূপগঞ্জে মিতা স্পিনিং মিলে অগ্নিকান্ড, পরিদর্শনে  বস্ত্র ও পাটমন্ত্রী 

মে ০২ ২০২২, ১৬:৩৬

Spread the love

রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকার মিতা স্পিনিং মিলে সুতার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। কারখানাটির জুটের গোডাউন থেকে আগুনের সুত্রপাত হয় বলে জানা গেছে। সোমবার(২ মে) সকাল সাড়ে ৭ টার দিকে মিতা স্পিনিং মিল নামে কারখানাটিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনার পর পাট ও বস্ত্রমন্ত্রী গাজী গোলাম দস্তগীর (বীরপ্রতিক) এম.পি ঘটনাস্থল পরিদর্ষন করেন। ঢাকা ফায়ার সার্ভিসের উপপরিচালক দুলাল এসব তথ্য জানিয়েছে। তিনি জানান, ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ কওে আগুন নিয়ন্ত্রণে অঅনে।ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত কওে পওে জানা যাবে।

কাঞ্চন,আড়াইহাজার,ডেমরা,নারায়ণগঞ্জ,ঢাকাসহ ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করেছে কারখানাটির সহকারী ব্যবস্থাপক ফখরুল ইসলাম রনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে থেকে ধোঁয়া উঠতে থাকে। কিছুক্ষণ পরেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও