খুলনায় ২ লাখ ২২ হাজার লিটার ভোজ্যতেল মজুত করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা 

মে ১২ ২০২২, ২১:১২

Spread the love

মোঃ ইকরামুল হক রাজীব, ব্যুরো প্রধান খুলনাঃ খুলনার তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভোজ্যতেল মজুত রাখার দায়ে জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খুলনার বড় বাজারে র‍্যাব ও জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।অভিযানের নেতৃত্ব দেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক।

তিনি জানান, অভিযানকালে সাহা ট্রেডার্সে ৩১ হাজার ৬০০ লিটার সয়াবিন ও ৬৩ হাজার ৩০০ লিটার পাম অয়েল তেল মজুত পাওয়া যায়। এর দায়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী দিলিপ কুমার সাহাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া সোনালী এন্টারপ্রাইজে ২৬ হাজার ৭৮০ লিটার সয়াবিন ও ৩১ হাজার ৮০০ লিটার পাম অয়েল মজুত পাওয়া যায়। এর দায়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী প্রদীপ সাহাকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

রণজিত বিশ্বাস অ্যান্ড সন্সে ৯ হাজার ৫৮০ লিটার সয়াবিন ও ৫৯ হাজার ৫৬০ লিটার তেল মজুত পাওয়া যায়। এর দায়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী অজিত বিশ্বাসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও