জাতীয় শিক্ষা সপ্তাহ ~ ২০২২ এ সরকারী নর্থ খুলনা কলেজের অভাবনীয় সাফল্য

মে ২০ ২০২২, ০০:০৩

Spread the love

সাগর কুমার বাড়ই , ভ্রাম্যমান প্রতিনিধি ( খুলনা ) :জাতীয় শিক্ষা সপ্তাহ ~ ২০২২ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সরকারী নর্থ খুলনা কলেজ ১৫ টি পুরস্কারের মধ্যে ১২টি পুরস্কার জিতে অভাবনীয় সাফল্য অর্জন করেছে ।

খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রান কেন্দ্রে অবস্থিত সরকারী ইখড়ি কাটেংগা মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ ~ ২০২২ উপলক্ষ্যে শিক্ষা মূলক অনুষ্ঠানে প্রতিযোগিতার মাধ্যমে সরকারী নর্থ খুলনা কলেজের শিক্ষার্থীরা ১৫ টি পুরস্কারের মধ্যে ১২ টি পুরস্কার জিতে অভাবনীয় সাফল্য অর্জনের মাধ্যমে সরকারী নর্থ খুলনা কলেজের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে ।

জাতীয় শিক্ষা সপ্তাহ ~ ২০২২উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান তেরখাদা উপজেলার গণ মানুষের নেতা শেখ শহীদুল ইসলাম শহীদ ।

জানা যায় , জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে সরকারী নর্থ খুলনা কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতায় তাদের প্রতিভার স্বাক্ষর রেখেছে ।

সরকারী নর্থ খুলনা কলেজের শিক্ষার্থী ” গ ” বিভাগের প্রতিযোগিতায় হামদ এ প্রথম হয়েছে জসিম উদ্দিন ।

ইংরেজি বক্তব্যে প্রথম হয়েছে জামিরুল ইসলাম ।
নির্ধারিত বক্তব্যে এস এম শরিফুল আলম ও লোক নৃত্যে শ্রাবনী পাপিয়া ।

” ঘ ” বিভাগের প্রতিযোগিতায় নির্ধারিত বক্তব্য , কবিতা ও একক বিতর্কে প্রথম স্থান অধিকার করেছে রনি মোল্লা ।রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মরিয়ম ।ইংরেজি বক্তব্যে প্রথম হয়েছে মাহমুদা ।দেশাত্মবোধক গান , রবীন্দ্র সংগীত এবং লোক সংগীতে প্রথম হয়েছে সাজ্জাদুল ইসলাম ।

জাতীয় শিক্ষা সপ্তাহ ~২০২২ উপলক্ষ্যে প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানে সরকারী নর্থ খুলনা কলেজ , চিত্রা মহিলা কলেজ ও ইন্দুহাটী শতদল কলেজ অংশ গ্রহণ করেন ।

সরকারী নর্থ খুলনা কলেজ পরিবারের পক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ তেরখাদা প্রেসক্লাবে র সম্মানিত সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক আবু হেনা মনিরুল হক মন্টু কলেজের বিজয়ী শিক্ষার্থীদের অভিন্দন শুভেচ্ছা জানিয়েছেন ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও