দিঘলিয়ায় মৎস্য ঘেরে ঔষধ প্রয়োগের সাড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষত

জুন ০৪ ২০২২, ২৩:৩০

Spread the love

নিজস্ব প্রতিবেদক , খুলনা থেকে :দিঘলিয়ার ব্রহ্মগাতী ভাসার বিল এলাকায় দিঘলিয়ার বাসিন্দা মৃতঃ আব্দুল গফুর শেখ এর পুএ মোঃ ইনামুল শেখ এর সাড়ে ৩ বিঘা মৎস্য ঘেরে ঔষধ প্রয়োগ এর অভিযোগ পাওয়া গেছে ।

ভুক্ত ভোগী মোঃ ইনামুল শেখ জানান গত ৩/৬/২২ ইং সকাল আনুমানিক সাড়ে ৯ টার দিকে তিনি উক্ত ঘেরে গিয়ে ঘুরে দেখে একপর্যায়ে মোঃ ইনামুল শেখ বাড়িতে চলে আসে ।

ঠিক একই দিন বিকাল ৪ টার দিকে ইনামুল শেখ আবারও নিজের ঘেরে যায় এবং দেখতে পায় তার ঘেরের বিভিন্ন প্রজাতীর কিছু কিছু সাদা মাছ মরে ভেসে উঠেছে ।

এ সময় মোঃ ইনামুল শেখ উক্ত মাছ হাতে নিয়ে কীটনাকের গন্ধ পায় এবং তাৎক্ষণিক প্রতিশেধক প্রয়োগ করে কিন্তু তাতেও কোন সুফল হয়নি ।

এক পর্যায়ে মোঃ ইনামুল শেখ প্রতিবেদক কে জানান অজ্ঞাতনামা কে বা কাহারা তার মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করেছে ।
যার ফলে প্রায় সাড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।

এবিষয়ে মোঃ ইনামুল শেখ দিঘলিয়া থানায় অজ্ঞাতনামা একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।

দিঘলিয়ায় মৎস্য ঘেরে ঔষধ প্রয়োগের অভিযোগ সাড়ে ৫ লাখ ক্ষয়ক্ষতি হয় বলে এলাকাবাসী জানিয়েছে ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও