সীতাকুন্ড রাসায়নিক পন্যের কন্টেইনার বিস্ফোরণে ২৪ জন নিহত

জুন ০৫ ২০২২, ১৬:৪৭

Spread the love

আনোয়ার হোসেন, চট্টগ্রাম প্রতিনিধি:স্বরণকালের ভয়াবহ বিস্ফো ঘটেছে জেলার সীতাকুণ্ডের সোনাইছড়ির বেসরকারী একটি কন্টেইনার ডিপুতে। শনিবার (৩ জুন) দিবাগত রাতে অগ্নিকাণ্ডের ঘটনা থেকে রাসায়নিক পণ্যের কন্টেইনার বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত এবং পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীসহ কারখানাটির দুই শাতাধিক শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছে।

নিহতদের মধ্যে পাঁচ জনের নাম-পরিচয় পাওয়া গেছে। কুমিরা ফায়ার স্টেশনের নার্সিং অ্যান্টেনডেন্টস মনিরুজ্জামান (৩২), মমিনুল হকের (২৪) বাড়ি বাঁশাখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের মধুখালী গ্রামে। তিনি ফরিদুল আলমের ছেলে। অন্যজন একই উপজেলার পূর্ব চারিয়ার নাপোড়া এলাকার মাহমুদুর রহমানের ছেলে মো. মহিউদ্দীন (২৪), ভোলা জেলার হাবিবুর রহমান (২৬), রবিউল আলম (১৯), বাঁশাখালীর চনপাড়ার এলাকার আবব্দুল মজিদের ছেলে। এর মধ্যে মহিউদ্দীন বেসরকারি পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও