তেরখাদায় জলবায়ু পরিবর্তন ও অভিযোজন প্রকল্পের অবহিতকরণ ও পরিকল্পনা গ্রহণ কর্মশালা অনুষ্ঠিত

জুন ০৬ ২০২২, ১৯:১৭

Spread the love

সাগর কুমার বাড়ই , ভ্রাম্যমান প্রতিনিধি ( খুলনা ) :৬ ই জুন ~ ২০২২ সোমবার খুলনা জেলার তেরখাদা উপজেলায় সকাল ১১ টার দিকে তেরখাদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন ও অভিযোজন প্রকল্পের অবহিতকরণ ও পরিকল্পনা গ্রহণ কর্মশালা অনুষ্ঠিত হয় ।

তেরখাদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান ।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা তেরখাদা প্রেস ক্লাবের সম্মানিত সদস্য বিশিষ্ট সাংবাদিক মোঃ শারাফাত হোসেন মুক্তি, উপজেলা পরিষদের মহিলা চেয়ারম্যান নাজমা খান ।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম ।কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মনিটরিং অফিসার ধীমান মজুমদার , সিনিয়র উপজেলা মৎস্য অফিসার দীপংকর পাল , উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ৫নং তেরখাদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান অহিদ , সিনিয়র উপজেলা মৎস্য অফিসার দীপঙ্কর পাল , উপজেলা বাস্তবায়ন অফিসার ইঞ্জিনিয়ার সোহেল রানা , উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক , একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা , ১নং আজগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়।

৬নং মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ মোহসিন , ৪নং সাচিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বুলবুল আহমেদ ও ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ভারপ্রাপ্ত মোসাঃ দোলেনা খাতুন , জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী প্রজিত সরকার , তেরখাদা প্রেসক্লাবের সভাপতি , তেরখাদাদমন কমিশনের সাধারণ সম্পাদক খুলনা জেলা জাতীয় সাংবাদিক সংস্থা ( জাসাস ) পূর্ণাঙ্গ কমিটির সিনিয়র সহ- সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান , উপ-সহকারী কৃষি অফিসার মোহাম্মদ মামুন ।

কর্মশালায় তেরখাদা উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকেরা উপস্থিত ছিলেন ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও