দিঘলিয়ায় মহিলা ইউপি সদস্য পলি আক্তারের উপর হামলা

জুন ০৬ ২০২২, ১৯:৪৫

Spread the love

সাগর কুমার বাড়ই , ভ্রাম্যমান প্রতিনিধি ( খুলনা ) :খুলনার দিঘলিয়ার সেনহাটি ইউনিয়ন এর ৪,৫, ও ৬ নং ওয়ার্ডের মহিলা সংরক্ষিত আসানের ইউপি সদস্য পলি আক্তার (৩১) কে ৬ ই জুন ~ ২০২২ সোমবার দুপুর ২ টার দিকে সেনহাটি ইউনিয়ন পরিষদ থেকে বাড়িতে ভ্যান যোগে ফেরার পথিমধ্যে কিছু বখাটে যুবক পলি আক্তার কে কটুক্তি মুলক মন্তব্য করে এবং সেই কথা গুলো জানতে পলি আক্তার ও ভ্যান গাড়ীতে থাকা পলি আক্তার এর স্বামী জাহান মোল্লা বখাটে যুবকদের কাছে কটুক্তির বিষয় জানতে চাইলে পলি আক্তার কিছু বুঝে ওঠার আগেই ৭/৮ জন মিলে পলি আক্তার ও তার স্বামী জাহান মোল্লা কে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে ও তাদের হাতে থাকা হাতুড়ি ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ।

একপর্যায়ে মহিলা ইউপি সদস্য পলি আক্তার মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায় এবং আহত স্বামী ও পলি আক্তার কে গুরুতর অবস্থায় এলাকা বাসীর সহযোগীতায় দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় ।কর্তব্যরত চিকিৎসক পলি আক্তার এর চিকিৎসা প্রদান করে ।

এবিষয়ে সেনহাটি ইউনিয়ন এর ৪ , ৫ , ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য পলি আক্তার এর স্বামী জাহান মোল্লা জানান তারা ইউনিয়ন পরিষদ থেকে চন্দনীমহল ৫ নং ওয়ার্ডে নিজ বাড়িতে ফেরার পথে একই এলাকার বাসিন্দা কিবরিয়ার স্ত্রী ১) সেতার সুলতানা, ২) শেখ সোহেল (৩০) , ৩) রফিকুল শেখ (২৫) , ৪) টুকু শেখ ( ৪৫ ) সহ অজ্ঞাতনামা ৪/৫ জন মিলে পলি আক্তার কে বেধড়ক মারপিট করতে থাকে একপর্যায়ে আমি ঠেকাতে গেলে ওরা পূর্ব পরিকল্পিত ভাবে আমাদের উপর হাতুড়ি ও বাঁশের লাঠি দিয়ে হামলা করে ।

এ বিষয়ে দিঘলিয়া থানার অফিসাস ইনচার্জ আহসান উল্লাহ চৌধুরী পলি আক্তার এর হামলার বিষয় টি নিশ্চিত করেন।এ অভিযোগ এর ভিত্তিতে তদন্ত করে হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্তা নেওয়া হবে বলে দিঘলিয়া প্রশাসনের কর্মকর্তা জানান ।রিপোর্ট লেখা পরযন্ত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিলো ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও