দিনাজপুরে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন ও সুশাসন প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

জুন ১৪ ২০২২, ১৫:১১

Spread the love

এনামুল মবিন(সবুজ)স্টাফ রিপোর্টারঃ দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিস কর্তৃক আয়োজিত জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন ও সুশাসন প্রতিষ্ঠায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মতবিনিময় সভায় ভুমি জরিপ, রেকর্ডসহ ভুমি সম্পর্কিত জটিলতা নিরসনে ফলপ্রসু আলোচনা হয়েছে।

জোনাল সেটেলমেন্ট অফিসার মোঃ শামছুল আজম (উপ-সচিব) এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জয়নুল আবেদীন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান নির্বাহি কর্মকর্তা দিনাজপুর জেলা পরিষদ মোঃ মেহেদী হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ এমদাদ সরকার,চেয়ারম্যান দিনাজপুর সদর উপজেলা,চিরিরবন্দর সেটেলমেন্ট অফিসার তালেব আলীসহ দিনাজপুর জোনের সহকারী সেটেলমেন্ট অফিসারগন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন স্থরের ভুমি মালিকগন ও মিডিয়া কর্মী গন।

উল্লেখ্য চলমান জরিপ কার্যক্রমের দিনাজপুর জোনে এখন পর্যন্ত ১০.৬৭ লক্ষ আপত্তি মামলার মধ্যে ১০.৪৬ লক্ষ আপত্তি মামলা সমাপ্ত করা হয়েছে। চলতি অর্থবছরে প্রায় ৭০ হাজার আপত্তি মামলা নিষ্পত্তি করা হয়েছে। প্রায় ১৫ লক্ষ খতিয়ানের মধ্যে ১৪ লক্ষ খতিয়ানের তথ্য অনলাইনে এন্ট্রি দেওয়া হয়েছে। যা সারাদেশে এন্ট্রিকৃত মোট খতিয়ানের ৮০%।

জবাবদিহিতা ও স্বচ্ছতার সাথে কাজ করার জন্যে জোনাল সেটেলমেন্ট অফিসার দিনাজপুর “জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২০-২০২১” অর্জন করেন। যা দিনাজপুর জোনের সবার গর্বের।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও