বর্তমান সরকার মৎস্য চাষে অভাবনীয় সাফল্য অর্জন করেছে- খুলনার ডিসি মনিরুজ্জামান
সাগর কুমার বাড়ই ,( ভ্রাম্যমান প্রতিনিধি ) খুলনা :খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান বলেছেন বর্তমান সরকার মৎস্য চাষে অভাবনীয় সাফল্য অর্জন করেছে ।তিনি বলেন বর্তমান সরকার মৎস্যচাষী ও কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজসহ বিভিন্ন উপকরণ সহায়তা বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে ।
জেলা প্রশাসক বলেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা মমতাময়ী মা দেশ রত্ন শেখ হাসিনা দেশের অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে কঠোর পরিশ্রম করে চলেছেন ।তিনি বলেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অচিরেই উন্নত দেশে দেশে রূপান্তরিত হবে ।দেশের মানুষ সুখে-শান্তিতে বসবাস করবে ।
জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার গত ১৩ জুন দুপুর আড়াই টার সময় খুলনার তেরখাদা উপজেলা পরিষদ চত্বরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প ( দ্বিতীয় পর্যায়) দ্বিতীয় সংশোধিত এর আওতায় তেরখাদা উপজেলায় মৎস্য খামারিদের মাঝে বিভিন্ন প্যাকেজ ভিত্তিক মিশ্র চাষ গলদা – কার্প মিশ্র চাষ , শিং / মাগুর চাষ পাবদা চাষ খামারিদের মাঝে উপকরণ সহায়তা হিসেবে মাছের খাবার বিতরণ কালে একথা বলেন ।
উপজেলা নির্বাহি অফিসার অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম ।
সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া সুলতানা এ্যানি , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তেরখাদা প্রেস ক্লাবের সম্মানিত সদস্য বিশিষ্ট সাংবাদিক মোঃ শরাফাত হোসেন মুক্তি , মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান , মুক্তিযোদ্ধা খান মোহাম্মদ আলী , মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের ।স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শেখ ওয়ালিদ ইবনে হাসান , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোঃ সোহেল রানা , মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক , উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম , উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোল্যা শাহিদুল ইসলাম , সাধারণ সম্পাদক ও তেরখাদা প্রেসক্লাবের সভাপতি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খুলনা জেলা জাতীয় সাংবাদিক সংস্থা ( জাসাস) পূর্ণাঙ্গ কমিটির সিনিয়র সহ-সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি সাংবাদিক এস , এম মফিজুল ইসলাম জুম্মান , জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রজীত সরকার ।
পরে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার মৎস্য খামারীদের মধ্যে উপকরণ সহায়তা (মাছের খাবার) বিতরণ করেন ।