ঠাকুরগাঁওয়ে বেশি দামে সার বিক্রির অপরাধে জেল

আগস্ট ১১ ২০২২, ১১:২২

Spread the love

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অপরাধে মো: বাবু (৩৫) নামের এক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ আগস্ট) বিকেলে রুহিয়া ইউনিয়নের উত্তরা বাজারে অভিযান পরিচালনা করেন সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আবু তাহের মো: সামসুজ্জামান।

সারের বাজার নিয়ন্ত্রণ রাখা ও ন্যায্য মূল্যে কৃষকরা সার ক্রয় করতে পারেন সেই লক্ষে বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে খুচরা সার বিক্রেতাকে ০১ (এক) মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও আবু তাহের মো: সামসুজ্জামান বলেন, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারার আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত ব্যক্তিকে ০১(এক) মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

কৃষকদের ন্যায্য মূল্যে সার প্রাপ্তির জন্য ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অর্থাৎ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও