বাগেরহাটে ৭ বছরের শিশু ধর্ষণ চেষ্টায় বৃদ্ধ আটক

মোঃ ইকরামুল হক রাজিব,ব্যুরো প্রধান খুলনাঃবাগেরহাটে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টায় আব্দুল জব্বার নামের ৬০ বছরের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বাগেরহাট পৌরসভার রেলরোড এলাকায় এ ঘঠনা ঘটে। এলাকাবাসী জানায় আব্দুল জব্বারের রেলরোডে একটি চায়ের দোকান আছেদোকানের সদায় নেওয়ার জন্য ঔ শিশুটি আসলে চকলেট দেওয়ার কথা বলে বৃদ্ধ আব্দুল জব্বার ফুসলিয়ে দোকানের ভিতরের একটি রুমে নিয়ে যায় শিশুটিকে। পরে শিশুটিকে ঝাপটে ধরে ধর্ষনের চেষ্টা করে পরে শিশুটি কান্না করতে করতে বিষয়টি সবাইকে জানায় এবং এলাকার লোকজন হাতে নাতে বৃদ্ধকে ধরে ফেলে। পরে এলাকার লোকজন পুলিশকে খবর দেয় এবং পুলিশ এসে তাকে গ্রেফতার করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামী থানায় রয়েছে মামলার প্রস্তুতি চলছে।বাগেরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো: মহসিন হোসেন জানান, দুপুরে খবর পেয়ে আমি নিজে ঘঠনাস্থলে যাই এবং ঔ বৃদ্ধকে গ্রেফতার করি। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা আমরা পেয়েছি। আমরা শিশুটিকে আমাদের মেয়ে পুলিশ সদস্যের মাধ্যমে জবানবন্দি নিচ্ছি। মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।