দিনাজপুর পুলিশ লাইনস্ মাঠে বর্ণাঢ্য মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

এনামুল মবিন(সবুজ)জেলা প্রতিনিধি দিনাজপুরঃ দিনাজপুর পুলিশ লাইনস্ মাঠে বর্ণাঢ্য মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে দিনাজপুর জেলা পুলিশ লাইনস্ মাঠে পুলিশ সদস্যদের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয় এবং পুলিশ লাইনস্ হলরুমে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
মাস্টার প্যারেডে কন্টিজেন্ট পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন দিনাজপুর জেলা পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ,পিপিএম-সেবা।
মাস্টার প্যারেডে অধিনায়কের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ)মোঃ মমিনুল করিম।
বর্ণাঢ্য এ মাস্টার প্যারেডে জেলা পুলিশের সর্বমোট দশটি কন্টিনজেন্ট এবং সুসজ্জিত বর্ণিল বাদক দল অংশগ্রহণ করেন।
মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ পুলিশ লাইনস্ হলরুমে মাসিক কল্যাণ সভায় অংশগ্রহণ করেন। সভায় পুলিশ সুপার জেলা পুলিশের সকল ফোর্স এবং অফিসারদের নানা রকম সুবিধা ও অসুবিধার বিষয়গুলো আলোচনা করে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং নানা রকম প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন,মোঃ আসলাম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্), মোঃ রেজওয়ানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি), সকল সার্কেলগণ সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।