বিরামপুর থানা পুলিশকে একটি পিকআপ ভ্যান উপহার দিলেন শিবলী সাদিক এমপি

অক্টোবর ২১ ২০২২, ২১:৫৫

Spread the love

এনামুল মবিন(সবুজ)স্টাফ রিপোর্টারঃ দিনাজপুর বিরামপুরে পুলিশিং সেবা ত্বরান্বিত করার লক্ষ্যে একটি পিকআপ ভ্যান উপহার হিসেবে হস্তান্তর ও মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে দিনাজপুর বিরামপুর থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে ওসি সুমন কুমার মহন্তের সভাপতিত্বে গাড়ীর চাবি হস্তান্তর ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস‍্য শিবলী সাদিক(এমপি)।

এমপি শিবলী সাদিক বলেন, জনগণক সেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। বৈশিক করোনাভাইরাসের সময় অনেক বাবা তাদের মৃত সন্তানদের দাফন করেননি কিন্তু পুলিশ সেই কাজ করেছে। ৯৯৯-এ ফোন দিলে পুলিশ দ্রুত সেখানে উপস্থিত হয়েছেন। জনগণের সেবা দিতেই পুলিশ কাজ করে যাচ্ছে। পুলিশ যেন যথাসময়ে জনগণের সেবা দিতে পারে। তারি ধারাবাহিকতায় বিরামপুর থানা পুলিশকে একটি নতুন পিকআপ ভ্যান উপহার দেয়া হয়েছে।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম-সেবা, বিরামপুর-নবাবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ওয়াহেদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আসলাম,বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম (রাজু), পৌর মেয়র আক্কাস আলী, উপজেলা পরিষের ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, উপজেলা ডেপুটি কমান্ডার হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা পুজা উৎযাপন কমিটির সভাপতি শিশির কুমার বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সম্পাদক মশিউর রহমানসহ শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সুধীবৃন্দু।

মতবিনিময় অনুষ্ঠানে দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদের হাতে গাড়ির চাবি হস্তান্তর করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য (এমপি) শিবলী সাদিক।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও