রূপগঞ্জে চোরাই তেল চক্রে জড়িত সন্দেহে গ্রেপ্তার ২

নভেম্বর ০৫ ২০২২, ১৯:২০

Spread the love

রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২২০ লিটার ডিজেলসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাব এলাকার মাসুম মিয়া ও একই এলাকার শামীম। বাহিনীটি বলছে, গ্রেপ্তাররা জ্বালানি তেল চোর চক্রের সক্রিয় সদস্য।

শুক্রবার (৪ নভেম্বর) রাতে তাদেরকে উপজেলার কাঞ্চন সেতু এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইকও জব্দ করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত হুমায়ুন কবির মোল্লা।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল শুক্রবার রাতে উপজেলার কাঞ্চন সেতু এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে চোরাই তেল ডিজেলসহ মাসুম মিয়া ও শামীমকে গ্রেপ্তার করা হয়। এ সময় চোরাই তেল ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত ইজিবাইক জব্দ করা হয়। চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে চোরাই তেল ক্রয়-বিক্রয় করে আসছিল।’

ওসি তদন্ত হুমায়ুন কবির মোল্লা জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদেরকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও