ঠাকুরগাঁও পৌরমাতা আঞ্জুমান আরা বেগম শিক্ষা সফরে ভারতের তেলেঙ্গানায়

নভেম্বর ১৪ ২০২২, ১৭:২৫

Spread the love

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃনুর আলম ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যাসহ ২০ পৌরসভার মেয়র শিক্ষা সফরের উদ্দেশ্যে ভারতের তেলেঙ্গানায় গেছেন।

স্যানিটেশন ওয়ার্কশপ এবং ট্যুর লিডারশিপ ডেভেলপমেন্ট ফর সিটি ওয়াইড ইনক্লুসিভ বিষয়ক সম্যক ধারণা অর্জনের উদ্দেশ্যে তারা রোববার(১৩ নভেম্বর) বিকালে আকাশ পথে ভারতে পৌঁছেছেন।

আঞ্জুমান আরা বেগম বন্যাসহ ওই দলে রয়েছেন- দিনাজপুরের বীরগঞ্জ, সৈয়দপুর, নীলফামারী ও পঞ্চগড়সহ ২০টি পৌরসভার মেয়র।

সেখানে অংশগ্রহণকারী দেশের উত্তরাঞ্চলের ২০টি পৌরসভার মেয়ররা আধুনিক পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনা, নেতৃত্বের উন্নয়নসহ পৌর নাগরিকদের সেবার মান উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে মাঠ পরিদর্শন এবং হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণ করবেন বলে জানান সংশ্লিষ্টরা।

কর্মশালা শেষে সেখানকার রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করার সুযোগ রয়েছে। এ ছাড়া দর্শনীয় এলাকা ঘুরে দেখবেন তারা।

সোমবার থেকে তিন দিনের কর্মশালা শুরু হয়ে শেষ হবে বুধবার। কর্মশালা শেষে পৌর মেয়ররা দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেন ঠাকুরগাঁও পৌর নির্বাহী কর্মকর্তা মজিবর রহমান।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও