খুলনায় মিম হত্যার বিচারের দাবিতে শিববাড়ী মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত

ডিসেম্বর ০৪ ২০২২, ১৯:০৫

Spread the love

সাগর কুমার বাড়ই , ভ্রাম্যমান প্রতিনিধি ,খুলনা :খুলনায় অষ্টম শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তার মীমকে হত্যার অভিযোগে মানববন্ধন করেছে তার পরিবার ও এলাকাবাসী।

শনিবার ৩ই ডিসেম্বর ২০২২ এর বেলা সাড়ে ১১ টায় নগরীর শিববাড়ী মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে মিমের স্বামী রাব্বির বিচারের দাবি জানানো হয়।

মিমের বোন সুমি আক্তার ফারজানা বলেন , ছোট বোন সাদিয়া আক্তার মিমের বয়স মাত্র ১৩ বছর।
সে অষ্টম শ্রেণীর ছাত্রী।

তাকে প্রেমের জালে ফেলে কোরবানি ঈদের তৃতীয় দিন রাব্বি পালিয়ে নিয়ে আমাদের অনুমতি ছাড়া বিবাহ করে।

বিয়ের কিছুদিন পর রাব্বি ও তার পরিবার যৌতুকের দাবীতে আমার ছোট বোন মিমের উপর অমানবিক অত্যাচার ও মারধর শুরু করে।

নির্যাতনের এক পর্যায়ে মিমকে হত্যা করে রাব্বি ও তার পরিবার গত ৩০ সেপ্টেম্বর রাত ১০ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায় ফেলে রেখে চলে যায়।

তার শরীরের অসংখ্য জায়গায় নির্যাতনের চিহ্ন ছিল।

তিনি আরও বলেন, এ ঘটনায় রুপসা থানায় মামলা করতে গেলে থানার ওসি মামলা নিতে অস্বীকার করেন ।

নিরুপায় হয়ে গত ২৬ অক্টোবর মিমের পরিবার আদালতে মামলা দায়ের করে।

মামলা করার পরেও পুলিশ আসামি ধরার কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই বলে জানান ভূক্ত ভোগীরা জানান ।
সুমি আক্তার ফারজানা বলেন আমার বোনের হত্যাকারীর বিচার চাই , রাব্বির ফাঁসি চাই।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও