দিনাজপুর খানসামায় এক রসিতে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

জানুয়ারি ০২ ২০২৩, ২২:৪৩

Spread the love

এনামুল মবিন(সবুজ)স্টাফ রিপোর্টারঃ দিনাজপুর খানসামা উপজেলায় শয়ন কক্ষ থেকে এক রসিতে ঝুলন্ত অবস্হায় স্বামী-স্ত্রীর জোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ।

এসময় বিছানায় ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল ৯ মাস বয়সি একমাত্র কন্যা সন্তান আশা মনিকে। খবর পেয়ে রবিবার ১ জানুয়ারী সকালে লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছেন তারা। মানষিক অশান্তিতে ভুগে তারা আত্বহত্যা করেছে বলে ধারনা করছেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অন্য কোন কারন রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত চালানো হবে বলে জানাযায়।

জেড়া লাশের স্বামী রবিউল ইসলাম পেশায় দিন মুজুর। স্ত্রী সামসুন নাহার গৃহিনী৷ দম্পত্তি খানসামার ভাবকি ইউনিয়নের মারগাঁও পুর্ব হাজীপাড়ার বাসিন্দা।

খানসামা থানা অফিসার ইনচার্জ(ওসি) চিত্ত রঞ্জন রায় জানান, বছর ১৫ আগে সংসার পেতেছিল রফিকুল সামসুন দম্পতি। বিয়ের পর এক পুত্র সন্তান ঘরে এসেছিল তাদের। কিন্তু স্ত্রীর সাথে রাগারাগির বশে সেই সন্তানকেসহ নিজে বিষ পান করেছিল স্বামী রফিকুল ইসলাম। সন্তান বিষ ক্রিয়ায় মারা গেলেও ভাগ্যক্রমে বেঁচে যায় পিতা রফিকুল ইসলাম। ৯ মাস আগে তাদের ঘরে আসে আশা মনি নামে একটি কন্যা সন্তান। কিন্তু স্বামী- স্ত্রীর মধ্যে প্রায় লেগে থাকতো মনোমালিন্য। এতে প্রায় স্বামীর বাড়ী ছেড়ে বাপের বাড়ীতে দিন কাটাতে হতো স্ত্রী সামসুন নাহারকে। সম্প্রতি স্ত্রীকে ঘরে ফেরায় রফিকুল। কোন নির্যাতন চালানো হয়না বলে স্ত্রীর কাছে স্টাম্পে স্বাক্ষর করিয়ে নেয় সে। কিন্তু তাতেও থামেনি অশান্তির আগুন। স্টাম্পের স্বাক্ষরের ঘটনায় শ্বাশুড়ীর কাছে গালমন্দসহ ভৎসনার শিকার হতে হয়েছে তাকে পাশাপাশি সহোদর এসে ছিনিয়ে নিয়ে যায় সেই স্টাম্প। এতে গতকাল শনিবার রাতে একই রসিতে গলায় ফাঁস দিয়ে চিরতরের জন্য স্তদ্ধ হয়ে গেছে দুটি প্রান। সকালে শয়ন কক্ষের বিম থেকে নামানো হয়েছে দম্পতির নিথর দেহ। তবে মৃত্যুর পিছনে অন্য কোন কারন রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছেন তারা।

ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন জানান, ঘটনাটি মর্মান্তিক রফিকুল ইসলাম কিছুটা মানষিক ভারসাম্যহীন ব্যক্তি ছিল।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও