দিনাজপুর ফুলবাড়ী সীমান্তে ভারত থেকে আসা গরুসহ এক নসিমন চালক গ্রেফতার

এনামুল মবিন(সবুজ)স্টাফ রিপোর্টারঃ দিনাজপুর ফুলবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা ৫ গরুসহ এক নসিমনচালককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ১৪ জানুয়ারি দুপুরে ফুলবাড়ী উপজেলার বারাই হাট ছয়পুকুর এলাকার থেকে গরুসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নসিমনচালকের বাড়ী ফুলবাড়ী উপজেলার দক্ষিণপাড়া এলাকার রইছ উদ্দিনের ছেলে কামরুজ্জামান(৩০)।
ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ(ওসি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন খবরের ভিত্তিতে উপজেলার বারাইহাট ছয়পুকুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৫টি ভারতীয় গরুসহ চালক কামরুজ্জামানকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি সদস্যরা পালিয়ে যায়। নসিমনচালক এর বিরুদ্ধে মামলা হয়েছে। গরুগুলো কাস্টমসে জমা দেওয়া হয়েছে এবং আজ রোববার সকালে তাকে আদালতে পাঠানো হবে।