রূপগঞ্জের বিভিন্ন সড়কে নির্মাণসামগ্রীর স্তূপ, যান চলাচল ব্যাহত,ঘটছে দুর্ঘটনা

ফেব্রুয়ারি ০৬ ২০২৩, ১২:১৬

Spread the love

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জঃ রূপগঞ্জের বিভিন্ন সড়কের ওপর নির্মাণসামগ্রী রেখে চলছে ভবনসহ অন্যান্য স্থাপনা তৈরির কাজ। কোথাও কোথাও পুরো সড়ক দখল করেই নির্মাণকাজ চলছে। এতে সংকুচিত হয়ে সড়কগুলোতে তৈরি হচ্ছে যানজট, অহরহ ঘটছে দুর্ঘটনা। নিয়মনীতির তোয়াক্কা না করে যত্রতত্র ইট-পাথর-বালু ফেলে রাখছেন ভবন মালিকরা। এতে যাহবাহনের চালক ও পথচারীদের ভোগান্তি বেড়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রূপগঞ্জের বিভিন্ন এলাকার সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে নির্মাণসামগ্রী রেখে ভবন নির্মাণ করা হচ্ছে। এতে ফাঁকা রাস্তায় প্রায়ই যানজট লেগে থাকে। এ নিয়ে নির্মাণাধীন ভবন মালিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় মাঝেমধ্যে ঘটছে দুর্ঘটনাও। অনেক ব্যবসায়ী আবার সড়কের ওপর বিভিন্ন মালামাল রেখে ব্যবসা পরিচালনা করছেন।

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, উপজেলার ভুলতা, গোলাকান্দাইল, তারাব, চনপাড়া, নগরপাড়া, ইছাখালী, ভোলাব, দাউদপুর ও রূপগঞ্জ সদরসহ আশপাশের বিভিন্ন এলাকার ছোট-বড় প্রায় সব সড়কের ওপরই ইট, বালি ও খোয়ার স্তূপ। কোথাও কোথাও সড়কের অর্ধেকের বেশি জায়গা দখল করে নির্মাণসামগ্রী রেখে বহুতল ভবন গড়ে উঠছে। এতে প্রশস্ত রাস্তা সংকুচিত হয়ে যানবাহন চলাচলে অসুবিধা হচ্ছে।

এসব সড়কে একটু বাতাসেই ধুলাবালির নিচে ঢাকা পড়ছে চারপাশ। এতে দ্রুতগতির গাড়িগুলো দুর্ঘটনার শিকার হচ্ছে। সেই সঙ্গে ভোগান্তি বাড়ছে পথচারীদের। সড়কের ওপর এভাবে কাজ করতে গিয়ে নির্মাণ শ্রমিকরাও নিরাপত্তাহীনতায় পড়েছেন। বেশকিছু সড়কে নির্মাণসামগ্রী রেখে সরকারিভাবে চলছে উন্নয়ন কাজ। এতে পরিবেশ দূষিত হয়ে আশপাশের সৌন্দর্য ম্লান হচ্ছে। যদিও সড়ক দখল করে যেকোনো সামগ্রী রাখা বেআইনি। রূপগঞ্জে দীর্ঘদিন ধরে এমন অনিয়ম চললেও উপজেলা প্রশাসন কিংবা পুলিশ এ নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না।

নির্মাণ শ্রমিকরা জানান, সড়ক থেকে নির্মাণসামগ্রী আনতে গিয়ে প্রায়ই রিকশা-অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগছে তাদের। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।

নগরপাড়া এলাকার নির্মাণ শ্রমিক শফিকুল ইসলাম ও হৃদয় মিয়া বলেন, রাস্তার ওপর কাজ করা অনেক ঝূঁকিপূর্ণ। যেকোনো সময় শরীরে গাড়ি উঠিয়ে দেয়ার ভয় থাকে।

পথচারী ফজর আলী বলেন, কোনো কোনো জায়গায় মাসের পর মাস পড়ে থাকছে নির্মাণসামগ্রী। এতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় তাদের। একটু রোদ হলেই এসব সামগ্রী থেকে ধুলা উড়ে নির্মল বায়ুকে বিষাক্ত করে তুলছে। পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে।

সিএনজির অটোরিকশাচালক কবির হোসেন বলেন, সড়কের ওপর নির্মাণসামগ্রী রেখে ভবন তৈরির এমন নজির পৃথিবীর কোথাও নেই! গাড়ি চালাতে গিয়ে রূপগঞ্জের অনেক রাস্তায় এমনটি দেখেছি। এর জন্য অনেক সময় দুর্ঘটনার শিকারও হয়েছি।

দুর্ভোগের কথা জানিয়ে রিকশাচালক মিজান বলেন, ‘কী বলব, আমরা গরিব মানুষ। আমাদের কথা তো কেউ শুনবে না। তাই এসব দেখার পরও চুপ থাকতে হয়।’
তবে নির্মাণসামগ্রী সড়কে রাখা নিয়ে বাড়ির মালিকদের অবশ্য প্রতিক্রিয়া নেই। দাউদপুর এলাকার বাড়ির মালিক জামান মিয়া বলেন, ‘এসব নির্মাণসামগ্রী নিয়ে যাব কোথায়? ভবন নির্মাণকাজের ফাঁকে আস্তে আস্তে এসব সরিয়ে নেয়া হবে।’

বাঘের বাড়ি এলাকার ভবন মালিক রহম আলী বলেন, ‘বাড়িতে রেখে কাজ করব, সেই জায়গা তো নেই। তা ছাড়া দোকান নির্মাণ করা হচ্ছে রাস্তার পাশে। তাই সুবিধার জন্য রাস্তার ওপরই কাজ করতে হচ্ছে।’

জানতে চাইলে তারাকো পৌরসভার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘সড়কের ওপর নির্মাণসামগ্রী রেখে ব্যক্তিমালিকানাধীন ভবন তৈরি করা যায় না। এভাবে তো সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে।’

বিষয়টি নিয়ে কাজ করার আশ্বাস দিলেন কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক। তিনি বলেন, ‘রাস্তার ওপরে কাজ করা ঠিক না। এটি নিয়ে কাজ করব।’

উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগও সড়কে নির্মাণসামগ্রী রাখার বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিচ্ছেন। রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল হক বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। এটি আইনত সঠিক নয়। আমরা শিগগিরই অভিযানে নামব।’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) উপজেলা নির্বাহী প্রকৌশলী জামাল উদ্দিন বলেন, ‘এ বিযয়টি মাথায় আছে। সহসাই আমরা ব্যবস্থা নেব।’####

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও