ক্রীড়া নৈপুন্যে শুধু দিনাজপুরে নয়, বিদেশেও দেশের সুনাম বয়ে আনবে-জেলা প্রশাসক, দিনাজপুর

মার্চ ০১ ২০২৩, ২০:০২

Spread the love

এনামুল মবিন(সবুজ)স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচি ২০২২-২০২৩ এর আওতায় প্রমিলা খেলোয়াড়দের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ মার্চ ) বিকেলে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিছর রহমান এর সভাপতিত্বে দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।

জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেন, আমাদের জাতীয় খেলা যদিও কাবাডি, কিন্তু ফুটবল খেলায় যত দর্শক উপস্থিত হয়- ক্রিকেট খেলায় কিন্তু তা দেখতে পাই না। যদিও বাংলাদেশ ক্রিকেট খুবই জনপ্রিয়। তোমাদের দিকে দেশ তাকিয়ে আছে। তোমাদের ক্রীড়া নৈপুন্য ও প্রতিভা দেখিয়ে শুধু দিনাজপুর নয়, বিদেশেও দেশের সুনাম বয়ে আনবে। সেই লক্ষ্যে এগিয়ে যেতে প্রশিক্ষণের কোন বিকল্প নেই।

জেলা ক্রীড়া অফিসার মোঃ আরিফুজ্জামান বলেন, মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষন নিবেন ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও নওসিন প্রমিলা ফুটবল একাডেমি’র ৩০ জন খেলোয়াড়। প্রশিক্ষন প্রদান করবেন ফুটবল কোচ বেলাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমানসহ অভিভাবক ও খেলোয়াড়বৃন্দ।

প্রশিক্ষনে ৩০ জন খেলোয়াড় প্রশিক্ষণ গ্রহণ করবেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও