দিনাজপুরে বিএনপির ১০ দফা দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন

এনামুল মবিন(সবুজ)স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরে খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি সকল মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপির নেতাকর্মীরা।
শরিবার(১১ মার্চ) দুপুরের দিকে শহরের নিমতলা সড়কে শান্তিপূর্ণ ভাবে ঘন্টাব্যাপি কর্মসূচি পালন করেন তারা।
এসময় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সাবেক ছাত্র নেতা হাবিবুন নবী খান সোহেল, সাবেক এমপি আক্তারুজ্জামান মিয়া, চেয়ারপার্সনের সাবেক বিশেষ সহকারি এম এ জলিল, পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সাধারন সম্পাদক বখতিয়ার আহমেদ কচি ও সহসভাপতি খালেকুজ্জামান বাবুসহ অন্যান্যরা।