খুলনার রূপসা উপজেলায় সপ্তম শ্রেণীর ছাত্রীকে বিদ্যালয় থেকে তুলে নিয়ে বিবাহের অভিযোগ

মার্চ ২৫ ২০২৩, ১৬:২১

Spread the love

স্টাফ রিপোর্টার , খুলনাঃ খুলনা জেলার রূপসা উপজেলার ৫ নং ঘাটঘোগ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শিয়ালী গ্রামের ছোট হালদাহালদারের ছেলে নিরব হালদার ( ১৬) একই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ডোবা গ্রামের অসহায় গরীব কৃষক নরেন দাসের কন্যা স্বর্নালী দাস ( ১২ ) কে রূপসা উপজেলার গোয়াড়া হাফিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রীকে জোর পূর্বক তুলে নিয়ে যায়।

২২ শে মার্চ ২০২৩ ইং বুধবার সকাল ১১ টার দিকে শিয়ালী গ্রামের ছোট হালদারের ছেলে নিরব হালদার ( ১৬) ও তাঁর কয়েক জন বন্ধুদের নিয়ে বিদ্যালয়ের আশপাশে আড়ি পেতে থাকলে স্বর্নালী দাস ( ১২ ) ক্লাশ শেষে নিজের প্রয়োজনে বাইরে আসলে নিরব ও তাঁর সঙ্গীদের সাহায্যে স্বর্নালী দাস কে জোর পূর্বক তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে।

পরবর্তীতে দেশের প্রচলিত * আইন বাল্য বিবাহ দণ্ডনীয় অপরাধ *
আইনকে উপেক্ষা করে গত বৃহস্পতিবার ২৩ শে মার্চ ২০২৩ ইং সন্ধ্যায় খুলনা জেলার রপসা থানার শিয়ালী পুলিশ ক্যাম্পের এসআই (নি:)মো: হাবিবুর রহমান ও ( শিয়ালী +গোয়াড়া ) ৫ নং ওয়ার্ডের মেম্বার মনি মালাকার ওরফে সুধাংশু মালাকার ছেলের পক্ষ থেকে মোটা অংকের টাকা ঘুষ নিয়ে ডোবা গ্রামের অসহায় গরীব কৃষক নরেন দাস কে ক্যাম্পে ডেকে নিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ক্লাস সেভেনে পড়া মেয়ে স্বর্নালী দাস ( ১২ )এর সঙ্গে নিরব হালদার ( ১৬ ) এর বিবাহ দেওয়ার ঘটনা ঘটে।

এ ব্যাপারে নাবালিকা কন্যার পিতা প্রশাসনিক আইনের কোন প্রকার সাহায্যে সহযোগিতা পায়নি বলে বিশেষ সুত্রে জানা গেছে ।

ছোট হালদারের ছেলে নিরব হালদার ও নরেন দাস এর কন্যা স্বর্নালী দাস কে জোর পূর্বক তুলে নিয়ে বাল্য বিবাহ গোপনে দেওয়ার ঘটনা টি সবার কাছে প্রকাশ পেলে বাল্য বিবাহ নিয়ে এলাকায় খুব তোলপাড় চলছে।

এলাকার জনসাধারণ মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে যে , জনপ্রতিনিধি অন্যায়কে প্রশ্রয় দিয়ে বাংলার প্রচলিত আইন কে নিজ হাতে নিয়ে বাল্য বিবাহের আইন কে অবমাননা সামিল দেখিয়েছে ।

রূপসার ৫ নং ঘাট ভোগ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ( শিয়ালী ও গোয়াড়া ) গ্রামের মেম্বার মনি মালাকার এর কাছে আজ এলাকাবাসী অসহায় হয়ে পড়েছে ।ওয়ার্ডের সদস্য বর্তমানে টাকার কাছে বিক্রি হয়ে গেছে । টাকা যেখানে জনপ্রতিনিধি সে দিকে ।এলাকার জনসাধারণ এ ঘটনার প্রতিকার দাবী করেছেন ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও