চাটখিল প্রশাসনের কোরআন তেলওয়াত প্রতিযোগিতায় USA প্রবাসীর আর্থিক অনুদান
আনোয়ার হোসেন, বুরো প্রধান চট্টগ্রাম : পবিত্র আরবী রমজান মাসে কোরআন নাজিলের মাস। প্রায় ১৪০০ বছর আগে পবিত্র কোরআন নাজিল হয়েছে।চাটখিল উপজেলা প্রশাসনের উদ্যোগে কুরআন তেলওয়াত-২০২৩ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
গত ২ রা এপ্রিল থেকে ইউনিয়ন ভিত্তিক বিভিন্ন ক্যাটাগরিতে শুরু করে প্রতিযোগিতার মেধাস্থান কারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান প্রতিযোগিরা আগামী ১৫ এপ্রিল চুড়ান্ত পর্বে অংশগ্রহণ সহ উপজেলার মেধাস্থান নির্ধারণের কথা রয়েছে।
উক্ত কোরআন তেলওয়াত প্রতিযোগিতা অংশ হিসেবে যুক্তরাষ্ট্র প্রবাসী নিলুফা মুজিব ফাউন্ডেশন পক্ষ থেকে স্পন্সর হিসেবে ৫০ হাজার টাকার অনুদান প্রদান করা হয় ।
চাটখিল উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান সমন্বয়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূইয়ার হাতে বাংলাদেশ চ্যারিটি অর্গানাইজেশন অব ইউএসএ এর পক্ষ থেকে ৫০ হাজার টাকার চেক প্রদান করেন নিলুফা মুজিব ফাউন্ডেশন চেয়ারম্যান এম এইচ রনি। যুক্তরাষ্ট্র প্রবাসীর এম এইচ রনির পক্ষে তার পিতা মুজিবুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট চেক তুলে দেন।