প্রধানমন্ত্রীর নির্দেশনায় কান্তনগরকে পূর্ণাঙ্গ পর্যটনে পরিণত করা হবে-মনোরঞ্জন শীল 

মে ১৮ ২০২৩, ২১:৪০

Spread the love

এনামুল মবিন(সবুজ)জেলা প্রতিনিধি দিনাজপুরঃ বৃহস্পতিবার (১৮ মে) আন্তজাতিক জাদুঘর দিবস উপলক্ষে কাহারোল উপজেলার কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘর এর আয়োজনে জেলা প্রশাসক শাকিল আহমেদ এর সভাপতিত্বে শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল(এমপি)।

মনোরঞ্জন শীল গোপাল বলেন, আমাদের অতীত সভ্যতা ঐতিহ্যই বর্তমান সংস্কৃতির পাথেয়। যে জাতির অতীত সভ্যতা নেই, যারা অতীতকে ভুলে যায়, তারা ভবিষ্যৎ রচনা করতে পারে না। বাংলাদেশের বিভিন্ন প্রত্নতত্ত্বের অধীনে যে মিউজিয়াম তাতে আমরা কত সমৃদ্ধের ছিলাম তারই সাক্ষ্য এখনো বহন করে। আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতি সংরক্ষণে সর্বাত্মকভাবে বর্তমান সরকার বদ্ধপরিকর। আওয়ামী লীগ বাংলাদেশের সকল ক্ষুদ্র জাতিসত্তার বিকাশে বদ্ধপরিকর। কান্তনগরে প্রতিষ্ঠিত মিউজিয়াম এই এলাকার পর্যটন শিল্পকে অনেক বেশি সমৃদ্ধ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কান্তনগরকে পূর্ণাঙ্গ পর্যটনে পরিণত করা হবে।

তিনি আরো বলেন,দেশের পর্যটন শিল্পকে পরিকল্পিতভাবে এগিয়ে নিতে মহাপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। পর্যটনের উন্নয়নে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। তাঁর নেতৃত্বে পর্যটনের কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে আমরা কাজ করছি।ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমাদের যে নির্দিষ্ট উন্নয়ন লক্ষ্যমাত্রা রয়েছে, আমরা দ্রুতই সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো। দেশের পর্যটনকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ কুমার বকশী বাচ্চু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাঈদুল ইসলাম, রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রনজিৎ কুমার সিৎহ, কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘর এর এসিস্ট্যান্ট কাস্টোডিয়ান মো. শিহাব হোসেন, রাজ দেবোত্তর এস্টেটের সদস্য সুনীল চক্রবর্তী, ডাঃ ডিসি রায়, সঞ্জয় কুমার মিত্র, গৌর চন্দ্র শীল, বিমল চন্দ্র রায়।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও