রূপগঞ্জে বাবুর্চিকে গুলি করে হত্যা, কথিত ছাত্রলীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

জুন ০৪ ২০২৩, ১৭:৪৮

Spread the love

রূপগঞ্জ প্রতিনিধিঃ  রূপগঞ্জের বরপা বাসস্ট্যান্ডে বাবুর্চিকে গুলি করে হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি .২২ বোর রিভালবার ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, গ্রেপ্তারকৃত যুবক ছাত্রলীগের কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিতেন।
শনিবার (৩ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. শাওন (২৩), সে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌসভার মো. মোতাহার হোসেনের ছেলে।

পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে গত ৩০ মে বিকাল রূপগঞ্জের বরপা বাসস্ট্যান্ডে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় হোটেলে প্রবেশ করে প্রতিপক্ষের একজনকে উদ্দেশ্য করে গুলি ছুড়ে, সেই গুলি গিয়ে লাগে হোটেলের বাবুর্চি বিল্লাল হোসেনের শরীরে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ১ জুন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে ভূক্তভোগী। এ ঘটনায় ২ জুন দুপুরে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মামলার ৫ নং এজাহারনামীয় আসামী শাওনকে ২ মে রূপগঞ্জের মাসাবো এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রূপগঞ্জের মাসাবো থেকে আসামীর নিজ বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করা হয়।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও