সীমান্তের সীমানা পিলার পুনর্নির্মাণ ও মেরামত কাজ পরিদর্শনে ভারত গেলেন ৬ প্রতিনিধি

জুন ০৮ ২০২৩, ২১:৫৩

Spread the love

এনামুল মবিন(সবুজ)জেলা প্রতিনিধি দিনাজপুরঃ সীমান্তের সীমানা পিলার পুনর্নির্মাণ ও মেরামত কাজ পরিদর্শনের উদ্দেশ্যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ৩ দিনের সফরে ভারত গেছে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (৮ জুন) ১১টায় দিনাজপুর হিলি চেকপোস্ট দিয়ে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুল বারিকের নেতৃত্বে প্রতিনিধি দলটি ভারতে যায়।

এ সময় হিলি চেকপোস্টে ভারতের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে তারা ভারতে প্রবেশ করেন।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুল বারিকের নেতৃত্বে প্রতিনিধি দলে আছেন- ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যুগ্মসচিব এম এম আরিফ পাশা, উপ-পরিদর্শক (জরিপ) মোঃ মনিরুজ্জামান, জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা মোঃ শামসুল আজম, সহকারী জরিপ কর্মকর্তা মোঃ পারভেজ মিয়া ও মোঃ আশরাফুল হোসেন।

জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা মোঃ শামসুল আজম জানায়, বাংলাদেশের দিনাজপুর ও জয়পুরহাট এবং ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্ত আন্তর্জাতিক সীমানা পিলার যৌথভাবে পরিদর্শন করা হবে।

 

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও