দিনাজপুরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এনামুল মবিন(সবুজ)জেলা প্রতিনিধি দিনাজপুরঃদিনাজপুরে সাকিব(২০) নামের এক ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা-পুলিশ।
শনিবার (১০ জুন) সকাল ৬টায় জেলা শহরের নিমনগর শেখপুরা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সাকিব একই এলাকার সৈয়দ জামালের ছেলে।
স্থানীয়রা জানায়, দিনাজপুর পৌর শহরের ৮নং ওয়ার্ড নিমনগর শেখপুরা সিটি কলেজ সংলগ্ন সৈয়দ জামাল এর ছেলে শাকিব গভীর রাতে নিজ ঘরের টিনের চালার সহিত ওড়না দিয়া গলায় ফাঁস লাগানো অবস্থায় সকালে মৃত অবস্থায় ঝুলিয়ে থাকা দেখতে পাই। পুলিশ এসে সাকিবকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে নিয়ে যায়। এলাকাবাসীর ধারনা স্বামী-স্ত্রীর মনোমালিন্য ভালো না থাকায় এই দুর্ঘটনাটি হতে পারে।
পরিবারের বরাত দিয়ে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) অমিত কুমার বলেন, আমরা জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদটি পাই। ঘটনাস্থলে গিয়ে মরদেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।