ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে সোনালী ব্যাংকের নির্মাণ কাজে ভবনের শুভ উদ্বোধন

জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে সোনালী ব্যাংকের নতুন নির্মিত ভবন সোনালী ব্যাংক লিমিটেড, বালিয়াডাঙ্গী শাখা রুচি সম্মত বৃহৎ পরিসরে আধুনিক ও আরো গতিশীল করতে নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় সোনালী ব্যাংক লিমিটেড, বালিয়াডাঙ্গী শাখার উদ্যোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনার ও দোয়া মাহফিল মধ্য দিয়ে নতুন ভবনে নির্মাণ কাজ শুরু করা হয়েছে
নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভবনের মালিক এডভোকেট সৈয়দ আলম মোহাম্মদ হাফিজুর রহমান ডেপুটি জেনারেল ম্যানেজার সোনালী ব্যাংক পি এল সি প্রিন্সিপাল অফিস ঠাকুরগাঁও। এ কে এম সুলতান মাহমুদ এসিস্টেন্ট জেনারেল ম্যানেজার সোনালী ব্যাংক পিএলসি। ঠাকুরগাঁও শাখা। মোঃ আব্দুল হাকিম ম্যানেজার সোনালী ব্যাংক পি এল সি বালিয়াডাঙ্গী শাখা ঠাকুরগাঁও। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলার বিএনপির সাধারণ সম্পাদ ডক্টর টি এম মাহবুব রহমান
উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের ও ব্যাংকের কর্মকর্তা বৃন্দ। ও আরো উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দ
ডেপুটি জেনারেল ম্যানেজার হাফিজুর রহমান বলেন, সরকারের উন্নয়নমূল কাজের সাথে সোনালী ব্যাংক লিমিটেড খুব কাছ থেকে কাজ করে যাচ্ছে। এ ব্যাংকের গ্রাহক দিন দিন বাড়ছে ভালো সেবা পাচ্ছে বলে চালুর মাধ্যমে গ্রাহকগণ ডিজিটাল সেবাই এক ধাপ এগিয়ে যাবে।