দিনাজপুর হিলিতে খালাসের অপেক্ষায় ১ হাজার টন জিরা

আগস্ট ০১ ২০২৩, ১৮:০১

Spread the love

এনামুল মবিন(সবুজ)জেলা প্রতিনিধি দিনাজপুরঃ দিনাজপুর হিলি স্থলবন্দরে খালাসের অপেক্ষায় ১ হাজার মেট্রিক টন জিরা।

জানাযায়, অল্প সময়ে আমদানি ও বাজারজাত করার সুবিধা থাকায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে জিরা আমদানি করে আসছে ব্যবসায়ীরা। প্রথমদিকে প্রতি টনে ১৮৫০ মার্কিন ডলারে শুল্কায়ন খালাস করলেও এখন তা করতে হবে ৩৫০০ মার্কিন ডলারে। এতে ২৫ টন জিরা আমদানিতে ৩০ লাখের বিপরীতে ৬০ লাখ টাকা গুনতে হচ্ছে।

হিলি আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ বলেন, আমদানি করা জিরাগুলো আগের দামে এলসি রয়েছে সেখানে নতুন নিয়মে খালাস করলে ব্যবসায়ীরা বড় লোকসানে পড়বে।

হিলি কাস্টম কর্মকর্তা বায়োজিদ জানান, চলমান বাজার দর হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ১৮৫০ মার্কিন ডলারে শুল্কায়নের পরিবর্তে ৩৫০০ মার্কিন ডলার নির্ধারণ করেছে। এতে আমাদের কিছু করার নেই। ব্যবসায়ীদের নতুন নিয়মেই জিরা খালাস করতে হবে।

 

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও