খুলনার তেরখাদায় আঠারোবেকী নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাগর কুমার বাড়ই , ভ্রাম্যমান প্রতিনিধি , খুলনাঃ প্রতিবারের ন্যায় এবারে ও গত ১০ ই সেপ্টেম্বর বিকাল ৩ টার দিকে খুলনার তেরখাদা উপজেলার শেখপুরা- শিয়ালী খেয়া ঘাট নামক স্থানে ( আঠারোবেকী ) শেখপুরা বাজার যুব সংঘের আয়োজনে শেখপুরা ৪র্থ বার্ষিকী গ্রামীন ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা ~ ২০২৩ অনুষ্ঠিত হয় ।
হাজার হাজার নারী পুরুষ , তরুণ তরুণী , যুবক যুবতী , বৃদ্ধ বৃদ্ধার আগমনে নদীর দুই তীরে এবং নদী গর্ভে তিল ধারনের ঠাঁই ছিল না।
বছর ঘুরে গ্রামীন ঐতিহ্য ফিরে পাওয়ায় নদীর আশপাশ এবং দুই তীরে ক্রীড়ামোদী মানুষের ঢল নামে।
নৌকা বাইচ চলা কালে হাজার হাজার ভক্ত দর্শকদের মুহূমূহ করতালিতে নদীর তীরবর্তী দুই পার তথা শেখপুরা- শিয়ালী এলাকা মুখরিত হয়ে ওঠে ।
এ দিনে নৌকা বাইচ প্রতিযোগিতায় রিপন রায়ের মা কামনা , নলধার মা বাবার আর্শীবাদ ,চিতলমারীর কলিগাতী নৌকা যৌথ ভাবে চ্যাম্পিয়ন হয় ।
১ নং আজগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শারাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি ছিলেন খুলনা – ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম শহীদ , থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তেরখাদা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোঃ শারাফাত হোসেন মুক্তি , তেরখাদা প্রেসক্লাবের সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থা ( জাসাস ) খুলনা বিভাগীয় কমিটির সিনিয়র সহ সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি সাংবাদিক এস এম মফিজুল ইসলাম জুম্মান ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন , ক্যাম্প ইনচার্জ এস আই যথাক্রমে মোঃ আব্দুল হালিম ও মোঃ শাহীন , আওয়ামী লীগের নেতা মোঃ মিন্টু মোল্লা , সাবেক মেম্বার কাবিল মোল্লা , মোঃ লিটু মোল্লা , সাবেক মেম্বার আশরাফ সরদার , আবু খায়ের , জাকারিয়া মোল্লা , ইয়াকুব , নওরাজ মোল্লা , আরাফুল শেখ , ইসলাম খাঁ , কালু শেখ , জুনায়েদ মোল্লা , কিবরী মোল্লা , আলম মোল্লা প্রমূখ ।
নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে রাত আটটার দিকে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেয়া হয় ।
শেখপুরা ৪র্থ বার্ষিকী গ্রামীন ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা ~২০২৩ অনুষ্ঠান অত্যন্ত সুষ্ঠ ও শান্তি পূর্ন পরিবেশে হাজার হাজার লোকের উপস্থিতির মধ্যে দিয়ে সম্পন্ন হয় ।