রূপগঞ্জে অটো রিক্সা চোরকে হাতে নাতে ধরলো গ্রামবাসি

রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:দিনে দুপুরে অটো চুরি করে পালিয়ে যাবার সময় হাতে নাতে চোরকে আটক করেছে এলাকাবাসি। ঘটনা ১৮ সেপ্টেম্বর রবিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের কাজিরবাগ এলাকার।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যাক্ষদর্শীরা জানান, কাজিরবাগ এলাকা থেকে গত ২ মাসে প্রায় ১৫টি ব্যাটারিচালিত অটো রিক্সা চুরির ঘটনা ঘটে। এরই মাঝে রবিবার দুপুরে কাজিরবাগ এলাকার বাসিন্দা লোকমান হোসেনের একটি অটো তার বাড়ির পাশ থেকে চুরি হয়ে যায়। তাৎক্ষণিক বুঝতে পারলে গ্রামের পরিচিত লোকজনকে জানায়। তারা সড়কে অটো চালিয়ে অপরিচিত ব্যক্তি নিয়ে যাচ্ছে দেখতে পেয়ে চোরকে আটক করে। পাশাপাশি অটো উদ্ধার করে। এ সময় অটোতে থাকা আরও দুইজন চোরের সহযোগী চলমান সিএনজি যোগে পালিয়ে যায়। লোকমান হোসেন জানান, এর আগেও তার একটি অটো চুরি হয়েছে।
এ ঘটনায় রূপগঞ্জ থানার অধিনস্থ ভোলাবো তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) খায়রুলকে অবহিত করলে তিনি এড়িয়ে যান। পরে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে জানালে ঘটনাস্থলে পুলিশ গিয়ে চোরকে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএফএম সায়েদ বলেন, এ ধরনের তথ্য পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আটককৃতকে আইনের আওতায় নেয়া হয়েছে। এ সময় তিনি আরও বলেন, যাদের অটো চুরি হয় তারা সাধারণত থানা পুলিশকে জানালেও মামলা করতে চায় না৷ ফলে বিভিন্ন সময় আইনি ব্যবস্থা নিতে জটিলতা তৈরি হয়।