রূপগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ব্যবসায়ী নিহত, আহত ২
রূপগঞ্জ প্রতিনিধি : রূপগঞ্জের ভুলতা গাউছিয়া হাইওয়ে রোডে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে আব্দুল কুদ্দুস (৫৭) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় হামিদুর (৩৮) ও শাহ-আলম (৫৫) নামে দুইজন আহত হয়েছেন। হতাহত তিনজনেই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী।
গুরুতর আহতাবস্থায় তাদের ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কুদ্দুস রাত সাড়ে ৪টার দিকে মারা যায়।
নিহতের ছেলে শফিক বলেন, আমার বাবা কাঁচামাল ব্যবসায়ী ছিলেন। নারায়ণগঞ্জের গাউছিয়ায় কাঁচামালের আড়ৎ রয়েছে। তিনি প্রতিদিন তেজগাঁও নাখালপাড়া বাসা থেকে আড়তে যেতেন। রাতে আবার ফিরে আসতেন।
ওইরাতে বাসায় ফেরার পথে দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে তাদের অটোরিকশার সংঘর্ষ হয়। এতে বাবাসহ আরও দুইজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে বাবাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।