দিনাজপুরে প্রকাশ্যে কুপিয়ে এক নারী শ্রমিককে হত্যা
এনামুল মবিন(সবুজ)জেলা প্রতিনিধি দিনাজপুরঃ দিনাজপুরে এক নারী হোটেল শ্রমিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৭টার দিকে শহরের মীজাপুর বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নারী শ্রমিক হলেন, জয়া বর্মণ(৩৫) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বানডাঙ্গা গ্রামের সপাল রায়ের স্ত্রী। তারা দিনাজপুর শহরের ফকিরপাড়া মহল্লায় আব্দুস সামাদের বাসায় বাড়া থাকেন। জয়া দিনাজপুর বাস টামিনালে হোটেল সাউদিয়ায় কর্মরত ছিলেন। তার স্বামী সপাল রায় একটি ট্রাকটারের শো রুমে কাজ করেন।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় কাজ শেষে হোটেল কালুর মোড় চৌরাস্তা এলাকা থেকে ফকিরপাড়ার দিকে যাচ্ছিলেন জয়া। এ সময় অন্ধকারে দুর্বৃত্তরা তাঁকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যান। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দিনাজপুর কোতোয়ালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ হোসেন বলেন, কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিয়ে তদন্ত চলছে। হত্যায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।